BRS Chief KCR Hospitalised: মুখ্যমন্ত্রীর চেয়ার খোয়ানোর পরই ভয়ঙ্কর ঘটনা, হাসপাতালে ভর্তি কেসিআর!

Last Updated:

BRS Chief KCR Hospitalised: সূত্রের খবর, শুক্রবার ভোররাতে নিজের বাড়িতেই পড়ে গিয়ে চোট পান কেসিআর।

হাসপাতালে ভর্তি কেসিআর
হাসপাতালে ভর্তি কেসিআর
হায়দরাবাদ: সদ্য হারিয়েছেন রাজ্যের ক্ষমতা। আর তারপরই এবার শারীরিক দিক থেকেও বিপর্যস্ত হলেন ভারত রাষ্ট্র সমিতির প্রধান তথা তেলঙ্গানার সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। নির্বাচনের হারের জ্বালা জুড়োতে না জুড়োতেই পায়ে চোট পেলেন তিনি। সেই কারণেই শুক্রবার ভোররাতে হায়দরাবাদের এক হাসপাতালে ভর্তি করতে হল তাঁকে।
সূত্রের খবর, শুক্রবার ভোররাতে নিজের বাড়িতেই পড়ে গিয়ে চোট পান কেসিআর। যার জেরে তাঁর কোমরের হাড়ও ভেঙে গিয়েছে বলে খবর। সেই হাড় জুড়তে অস্ত্রোপচার করতে হতে পারে।
advertisement
সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে হারের পর থেকে খুব একটা বাড়ির বাইরে বেরই হচ্ছিলেন না তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী। গত তিন দিন ধরে তিনি নিজের বাড়িতেই ছিলেন। কেবলমাত্র দলের নেতাদের সঙ্গে দেখা করছিলেন। এরই মধ্যে শুক্রবার ভোররাতে বাড়িতেই পড়ে যান তিনি। গুরুতর চোট পান কোমরে। সঙ্গেসঙ্গে তাঁকে হায়দরাবাদের যশোদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আপাতত ভর্তি আছেন তেলঙ্গানার সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী।
advertisement
প্রসঙ্গত, গত ৯ বছর ধরে তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর পদ সামলেছেন কেসিআর। তবে সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে ধরাশায়ী হয়েছে তাঁর দল। দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে একটিতে হারতে হয়েছে স্বয়ং চন্দ্রশেখর। তেলঙ্গানা গঠনের পর প্রথমবার ক্ষমতাচ্যুত হয়েছে বিআরএস। বৃহস্পতিবারই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন কংগ্রেসের রেবন্ত রেড্ডি। এরপরই হাসপাতালে ভর্তি করতে হয় কেসিআরকে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
BRS Chief KCR Hospitalised: মুখ্যমন্ত্রীর চেয়ার খোয়ানোর পরই ভয়ঙ্কর ঘটনা, হাসপাতালে ভর্তি কেসিআর!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement