Central Government: বেকারত্ব নিয়ে বারবার অভিযোগ বিরোধীদের, বড় 'অস্ত্র' প্রয়োগ করল মোদি সরকার

Last Updated:

Central Government: বেকারত্ব নিয়ে বারবার অভিযোগ তুলতে শুরু করেছে বিরোধীরা৷ এই অবস্থায় উৎপাদন শিল্প নিয়ে বড় ঘোষণা শোনাল কেন্দ্র৷

বেকারত্ব নিয়ে অভিযোগের জবাব কেন্দ্রের
বেকারত্ব নিয়ে অভিযোগের জবাব কেন্দ্রের
কলকাতা: দেশের অর্থনীতিতে এক বিরাট পরিবর্তন এসেছে। এই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আজ। স্বাধীন হওয়ার ৪০-৫০ বছর পরও দেশের উৎপাদন শিল্প নিম্নগামী বা রুগ্ন থেকেছে। বিরোধীদের অভিযোগ দশ বছর ক্ষমতায় থাকার পরেও দেশ জুড়ে কর্মসংস্থান সেভাবে হয়নি৷ বেকারত্ব নিয়ে বারবার অভিযোগ তুলতে শুরু করেছে বিরোধীরা৷ এই অবস্থায় উৎপাদন শিল্প নিয়ে বড় ঘোষণা শোনাল কেন্দ্র৷
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আজ আমরা এমন জায়গায় পৌঁছেছি যে শক্তিশালী উৎপাদন শিল্পের দৌলতে খুব তাড়াতাড়ি ১ট্রিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করতে পারবো।আজ আমাদের রপ্তানি ৭৬২ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।৪৫৩ বিলিয়ন ডলার পণ্য ও ৩০৯ বিলিয়ন ডলার পরিষেবা রপ্তানি হয়েছে।দেশে প্রচলিত চাকরি যত  হয়েছে তার দ্বিগুণ অপ্রচলিত চাকরি  হয়েছে। আগে মাসে ৬লাখ প্রচলিত চাকরি হত (বছরে ৭০ লাখ প্রায় )। আজ মাসে এই চাকরি গড়ে ১৪-১৫ লাখ হচ্ছে, বছরে যা প্রায় ১.৮ কোটি।আজ থেকে বছর ১৫ আগে সব থেকে বেশি পেট্রোলিয়াম রপ্তানি হতো, আর হতো চাল সহ চার পাঁচটি পণ্য রপ্তানি।
advertisement
গত বছর ১১ বিলিয়ন ডলার মোবাইল ফোন রপ্তানি হয়েছে। এই বছর প্রায় ৫০ বিলিয়ন ডলার মূল্যের মোবাইল ফোন উৎপাদন হবে। রপ্তানি হবে ১৫ বিলিয়ন ডলারের বেশি।
advertisement
খেলনা কেবল রপ্তানি হয়। আজ খেলনার রপ্তানি দাঁড়িয়েছে ৪০০০ কোটি টাকা।২০২২-২৩ সালে রফতানি চিত্রটা ছিল এই রকম : পেট্রোলিয়াম -৯৭ বিলিয়ন ডলারফার্মাসিউটিক্যালস -১৯ বিলিয়ন ডলারটেলি যন্ত্রাংশ -১২ বিলিয়ন ডলারবৈদ্যুতিক যন্ত্র- ১১ বিলিয়ন ডলার আলুমিনিয়াম -৮বিলিয়ন ডলারমোটরগাড়ি – ৮.৭ বিলিয়ন ডলারবৈদ্যুতিন যন্ত্রাংশ – ৪ বিলিয়ন ডলারলৌহ ও ইস্পাত – ১৩ বিলিয়ন ডলার
advertisement
TDK জাপানের এক নামী কোম্পানি।
TDK ভারতে মোবাইল ফোন -এর ব্যাটারি উৎপাদন করার কথা ঘোষণা করেছে। মোবাইল ফোনের casing আজ টাটা উৎপাদন করছে। এটি একটি অতি সূক্ষ উৎপাদন প্রক্রিয়া। যার মধ্যে দিয়ে ব্যাপক বিনিয়োগ দেশে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Central Government: বেকারত্ব নিয়ে বারবার অভিযোগ বিরোধীদের, বড় 'অস্ত্র' প্রয়োগ করল মোদি সরকার
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement