Mahua Moitra: বেলা বারোটায় লোকসভায় রিপোর্ট পেশ, মহুয়ার সাংসদ পদ হারানো সময়ের অপেক্ষা?

Last Updated:
আজই সাংসদ পদ হারাতে পারেন মহুয়া৷  ছবি- পিটিআই
আজই সাংসদ পদ হারাতে পারেন মহুয়া৷ ছবি- পিটিআই
নয়াদিল্লি: আজ, শুক্রবার দুপুর বারোটায় লোকসভায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে এথিক্স কমিটির রিপোর্ট পেশ করা হবে৷ ওই রিপোর্টে ইতিমধ্যেই কৃষ্ণনগরের তৃণমূল সাংসদকে লোকসভা থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে৷ ফলে, আজই মহুয়ার সাংসদ পদ বাতিলের সম্ভাবনা প্রবল৷ বিরোধী ইন্ডিয়া জোট এই সুপারিশের বিরোধিতা করলেও এখনও মহুয়াকে নিয়ে নমনীয় মনোভাব দেখায়নি কেন্দ্রের শাসক দল বিজেপি৷ ফলে সংখ্যাগরিষ্ঠতার জেরেই মহুয়া মৈত্র সাংসদ পদ হারাতে চলেছেন, তা ধরেই নেওয়া যায়৷
গতকালই তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জানিয়েছিলেন, আজই মহুয়া মৈত্রের বিরুদ্ধে ওঠা ঘুষের বিনিময়ে প্রশ্নের অভিযোগ কাণ্ডে এথিক্স কমিটির রিপোর্ট লোকসভায় পেশ করা হবে৷ রিপোর্ট পেশ করবেন বিজেপি সাংসদ বিনোদ কুমার সোনকার এবং অপরাজিতা সারেঙ্গি৷ রিপোর্ট পেশ হওয়ার আধ ঘণ্টার মধ্যে তিনি বিষয়টির নিষ্পত্তি করতে চান বলেও সুদীপকে জানিয়েছেন লোকসভার অধ্যক্ষ৷
advertisement
advertisement
তৃণমূলের পক্ষ থেকে অবশ্য বিষয়টি নিয়ে বিরোধীদের বক্তব্য পেশ করার জন্য পর্যাপ্ত সময় চাওয়া হয়েছে৷ মহুয়া মৈত্র যাতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান, সেই দাবিও জানিয়েছেন তৃণমূলের লোকসভার দলনেতা৷ তবে একটি বিষয় নিশ্চিত, মহুয়া মিত্রের বহিষ্কার প্রক্রিয়াকে কেন্দ্র করে আজ ফের উত্তাল হবে লোকসভা৷
advertisement
ইতিমধ্যেই আজ দলের সব সাংসদকে লোকসভায় উপস্থিত থাকার জন্য হুইপ জারি করেছে বিজেপি৷ সরকারের প্রস্তাবগুলিকে পাস করানোর দলীয় সাংসদদের সমর্থন নিশ্চিত করতেই এই নির্দেশ দিয়েছে কেন্দ্রের শাসক দল৷ এর মধ্যে অন্যতম অবশ্যই মহুয়া মৈত্রের বহিষ্কারের সুপারিশ করে আনা সরকারের পক্ষের প্রস্তাব৷
ঘুষের বিনিময়ে প্রশ্ন কাণ্ডের অভিযোগের তদন্তে নেমে মহুয়া মৈত্রকে দোষী সাব্যস্ত করেছে লোকসভার এথিক্স কমিটি৷ মহুয়ার বিরুদ্ধে দামি উপহার নিয়ে শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে সংসদে প্রশ্ন করার অভিযোগ ওঠে৷ মহুয়া অবশ্য প্রথম থেকেই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করার পাল্টা অভিযোগ এনেছেন৷
advertisement
গত ৪ ডিসেম্বর সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনই মহুয়া মৈত্রের বিরুদ্ধে এথিক্স কমিটির রিপোর্ট লোকসভায় পেশ হওয়ার কথা ছিল৷ যদিও শেষ মুহূর্তে সেই প্রক্রিয়া পিছিয়ে যায়৷
বাংলা খবর/ খবর/দেশ/
Mahua Moitra: বেলা বারোটায় লোকসভায় রিপোর্ট পেশ, মহুয়ার সাংসদ পদ হারানো সময়ের অপেক্ষা?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement