Mahua Moitra: বেলা বারোটায় লোকসভায় রিপোর্ট পেশ, মহুয়ার সাংসদ পদ হারানো সময়ের অপেক্ষা?

Last Updated:
আজই সাংসদ পদ হারাতে পারেন মহুয়া৷  ছবি- পিটিআই
আজই সাংসদ পদ হারাতে পারেন মহুয়া৷ ছবি- পিটিআই
নয়াদিল্লি: আজ, শুক্রবার দুপুর বারোটায় লোকসভায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে এথিক্স কমিটির রিপোর্ট পেশ করা হবে৷ ওই রিপোর্টে ইতিমধ্যেই কৃষ্ণনগরের তৃণমূল সাংসদকে লোকসভা থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে৷ ফলে, আজই মহুয়ার সাংসদ পদ বাতিলের সম্ভাবনা প্রবল৷ বিরোধী ইন্ডিয়া জোট এই সুপারিশের বিরোধিতা করলেও এখনও মহুয়াকে নিয়ে নমনীয় মনোভাব দেখায়নি কেন্দ্রের শাসক দল বিজেপি৷ ফলে সংখ্যাগরিষ্ঠতার জেরেই মহুয়া মৈত্র সাংসদ পদ হারাতে চলেছেন, তা ধরেই নেওয়া যায়৷
গতকালই তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জানিয়েছিলেন, আজই মহুয়া মৈত্রের বিরুদ্ধে ওঠা ঘুষের বিনিময়ে প্রশ্নের অভিযোগ কাণ্ডে এথিক্স কমিটির রিপোর্ট লোকসভায় পেশ করা হবে৷ রিপোর্ট পেশ করবেন বিজেপি সাংসদ বিনোদ কুমার সোনকার এবং অপরাজিতা সারেঙ্গি৷ রিপোর্ট পেশ হওয়ার আধ ঘণ্টার মধ্যে তিনি বিষয়টির নিষ্পত্তি করতে চান বলেও সুদীপকে জানিয়েছেন লোকসভার অধ্যক্ষ৷
advertisement
advertisement
তৃণমূলের পক্ষ থেকে অবশ্য বিষয়টি নিয়ে বিরোধীদের বক্তব্য পেশ করার জন্য পর্যাপ্ত সময় চাওয়া হয়েছে৷ মহুয়া মৈত্র যাতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান, সেই দাবিও জানিয়েছেন তৃণমূলের লোকসভার দলনেতা৷ তবে একটি বিষয় নিশ্চিত, মহুয়া মিত্রের বহিষ্কার প্রক্রিয়াকে কেন্দ্র করে আজ ফের উত্তাল হবে লোকসভা৷
advertisement
ইতিমধ্যেই আজ দলের সব সাংসদকে লোকসভায় উপস্থিত থাকার জন্য হুইপ জারি করেছে বিজেপি৷ সরকারের প্রস্তাবগুলিকে পাস করানোর দলীয় সাংসদদের সমর্থন নিশ্চিত করতেই এই নির্দেশ দিয়েছে কেন্দ্রের শাসক দল৷ এর মধ্যে অন্যতম অবশ্যই মহুয়া মৈত্রের বহিষ্কারের সুপারিশ করে আনা সরকারের পক্ষের প্রস্তাব৷
ঘুষের বিনিময়ে প্রশ্ন কাণ্ডের অভিযোগের তদন্তে নেমে মহুয়া মৈত্রকে দোষী সাব্যস্ত করেছে লোকসভার এথিক্স কমিটি৷ মহুয়ার বিরুদ্ধে দামি উপহার নিয়ে শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে সংসদে প্রশ্ন করার অভিযোগ ওঠে৷ মহুয়া অবশ্য প্রথম থেকেই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করার পাল্টা অভিযোগ এনেছেন৷
advertisement
গত ৪ ডিসেম্বর সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনই মহুয়া মৈত্রের বিরুদ্ধে এথিক্স কমিটির রিপোর্ট লোকসভায় পেশ হওয়ার কথা ছিল৷ যদিও শেষ মুহূর্তে সেই প্রক্রিয়া পিছিয়ে যায়৷
বাংলা খবর/ খবর/দেশ/
Mahua Moitra: বেলা বারোটায় লোকসভায় রিপোর্ট পেশ, মহুয়ার সাংসদ পদ হারানো সময়ের অপেক্ষা?
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement