Madan Mitra: বাড়ল শ্বাসকষ্ট, অবস্থার অবনতি! ICU-তে স্থানান্তরিত করা হল মদন মিত্রকে!

Last Updated:

Madan Mitra: এসএসকেএম হাসপাতালের চিকিৎসক অতনু পালের তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন মদন মিত্র।

মদন মিত্রকে ঘিরে উদ্বেগ
মদন মিত্রকে ঘিরে উদ্বেগ
কলকাতা: আচমকাই সোমবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মদন মিত্র। আর শুক্রবার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হল। বুকে ব্য়থা ও শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন মদন।
সোমবার থেকে এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে রাখা হয়েছিল তাঁকে। হাসপাতাল সূ্ত্রে খবর, বৃহস্পতিবার রাতে অবস্থার অবনতি হয় তৃণমূল বিধায়কের।শ্বাসকষ্ট বাড়ে, সঙ্গে খিঁচুনিও শুরু হয়। তাই রাতেই আইসিইউতে স্থানান্তর করা হয় তাঁকে।
advertisement
এসএসকেএম হাসপাতালের চিকিৎসক অতনু পালের তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন তিনি। পাশাপাশি আরও বেশ কয়েকজন চিকিৎসক দেখেছেন বলে হাসপাতাল সূত্রের খবর। বুকে ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করেছিলেন চিকিৎসকরা। সঠিক ভাবে চিকিৎসা এগিয়ে নিয়ে যেতে বেশ কয়েকটি পরীক্ষাও ইতিমধ্যে করা হয়েছে মদন মিত্রের।
advertisement
গত সোমবার সন্ধ্যাবেলা বাড়িতে আচমকা অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র। ঘনিষ্ঠমহল সূত্রের খবর, সোমবার বিধানসভা থেকেই অসুস্থতার সূত্রপাত। সেদিন বাড়ি ফেরার পর আরও বেশি অসুস্থ হয়ে পরেন মদন মিত্র। বিকেলের পর থেকে তাঁর বুকে সামান্য ব্যাথা এবং শ্বাসকষ্ট বাড়তে থাকে বলে সূত্রের খবর।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Madan Mitra: বাড়ল শ্বাসকষ্ট, অবস্থার অবনতি! ICU-তে স্থানান্তরিত করা হল মদন মিত্রকে!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement