Exclusive: করণ আদানিকে ইচ্ছাপত্র দিলেন মমতা, তাজপুরের বন্দরের দিকে এ বার নজর দেশ-বিদেশের

Last Updated:

মুখ্যমন্ত্রী এ দিন বলেন, ‘‘রাজ্যে অনেক শিল্প হচ্ছে। জঙ্গলমহলকে কেন্দ্র করে ৭২ হাজার কোটি টাকার বিনিয়োগ হচ্ছে।’’

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
#কলকাতা: বুধবার নিউটাউনের ইকোপার্কে আয়োজতি হয়েছিল বিজয়া সম্মিলনী৷ সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর সেখানেই করণ আদানির হাতে লেটার অফ ইনটেন্ড বা ইচ্ছাপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী নিজে হতেই তাজপুর বন্দর করার জন্য ইচ্ছাপত্র আনুষ্ঠানিক ভাবে তুলে দিলেন। কিছুদিন আগেই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় তাজপুর পোর্ট আদানি গোষ্ঠীকে দেওয়া হবে। তার পর আজই এই কলকাতায় আসেন করণ আদানি। বিকেলে ইকোপার্কের অনুষ্ঠানে এই ইচ্ছাপত্র তুলে দেওয়া হয়৷
মুখ্যমন্ত্রী এ দিন বলেন, ‘‘রাজ্যে অনেক শিল্প হচ্ছে। জঙ্গলমহলকে কেন্দ্র করে ৭২ হাজার কোটি টাকার বিনিয়োগ হচ্ছে। এই উৎসবে (অর্থাৎ এ বারের দুর্গাপুজোয়) ৫০ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে। রাজনীতি খুব ভাল। কিন্তু নেতিবাচক রাজনীতি ভাল নয় রাজ্যের জন্য নয়। আমার বিরোধীদেরও বিজয়ার শুভেচ্ছা জানাই। তাঁদের সুস্থতা কামনা করি।’’ রাজ্যের মুখ্যসচিব বলেন, ‘‘আজ খুব আনন্দের দিন। ইচ্ছাপত্র দেওয়া হল করন আদানিকে।তাজপুর পোর্ট নিয়ে ওরা আরও কাজ করতে পারবেন। তাজপুর পোর্ট নিয়ে অনেক কিছু হচ্ছে৷’’
advertisement
advertisement
উল্লেখ্য, প্রতিবছরই ইকোপার্কে এরকম এক বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়৷ বিভিন্ন মহলের স্বনামধন্য মানুষেরা যেমন এই অনুষ্ঠানে থাকেন, তেমনই থাকেন শিল্পপতিদের একটা বড় অংশ৷ এদিনও ছবিতে ধরা পড়েছে, শিল্পী, সাহিত্যিক থেকে শুরু করে তারকারাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ তার মধ্যেই করণ আদানির হাতে ইচ্ছাপত্র তুলে দেন মমতা৷
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ খবর/কলকাতা/
Exclusive: করণ আদানিকে ইচ্ছাপত্র দিলেন মমতা, তাজপুরের বন্দরের দিকে এ বার নজর দেশ-বিদেশের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement