Mamata-Abhishek Banerjee: লক্ষ্য মহিলা ভোট ! আজ ময়দানে মমতা-অভিষেক

Last Updated:

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মিছিল আজ তৃণমূল কংগ্রেসের ৷

লক্ষ্য মহিলা ভোট ! আজ ময়দানে মমতা-অভিষেক
লক্ষ্য মহিলা ভোট ! আজ ময়দানে মমতা-অভিষেক
আবীর ঘোষাল, কলকাতা: নারীশক্তিকে সামনে রেখেই এবারের ভোটযুদ্ধে নামতে চায় তৃণমূল। দলের সমস্ত নির্বাচনী প্রচারে এগিয়ে রাখা হচ্ছে মহিলা সদস্যদেরই। কারণ, দলের মূল চালিকাশক্তিই নারী। ভোটের আগে মহিলা মহলে জনসংযোগের জন্য আজকের দিনটির পূর্ণ সদ্ব্যবহার করবেন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, এমনই ধারণা ওয়াকিবহাল মহলের।
আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে নারীদের অধিকার রক্ষা এবং তাদের লড়াইকে কুর্নিশ জানিয়ে রাজপথে নামছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলাদের অধিকার, আমাদের অঙ্গীকার- এই স্লোগানকে সামনে রেখে আজ কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রা করবেন তৃণমূল সভানেত্রী। মিছিলে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
advertisement
advertisement
ক্ষমতায় আসার পর থেকেই নারীর ক্ষমতায়নের উপর বিশেষ জোর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরই উদ্যোগে মহিলাদের জন্য একের পর এক উন্নয়নমূলক প্রকল্প করেছে রাজ্য সরকার। বাংলার সব মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের ব্যবস্থা করেছেন মমতা। একইসঙ্গে স্বাস্থ্যসাথী-র মতো গুরুত্বপূর্ণ কার্ড হচ্ছে বাড়ির বয়োজ্যেষ্ঠ মহিলার নামে। ‘কন্যাশ্রী’-রা লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াচ্ছে। তাঁদের বিয়ের জন্য টাকা দিচ্ছে রাজ্য সরকার। নারী দিবসের আগে তাঁদের অধিকারকে মান্যতা জানিয়ে রাস্তায় নামবেন বাংলার মুখ্যমন্ত্রী। প্রতি বছরই বিশ্ব নারী দিবসে এক পদযাত্রার আয়োজন করে তৃণমূল মহিলা কংগ্রেস। একাধিকবার অংশ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
ভোটের আবহে এই পদযাত্রা একটা আলাদা রাজনৈতিক তাৎপর্য বহন করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রতি বছরই তৃণমূল মহিলা কংগ্রেস শহরের বিভিন্ন প্রান্ত থেকে এই পদযাত্রা করে। দলের মহিলা নেতা-কর্মীরা পা মেলান এই পদযাত্রায়। বিভিন্ন সময় সে যাত্রায় অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এবারও তিনি বিশ্ব নারী দিবস উপলক্ষে এই পদযাত্রায় অংশ গ্রহণ করবেন।
advertisement
এবারের পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অংশগ্রহণ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। কারণ, দরজায় কড়া নাড়ছে ভোট। বিশ্ব নারী দিবসে তৃণমূল কংগ্রেস আয়োজিত এই পদযাত্রা একটা রাজনৈতিক বার্তাপ্রদানেরও মাধ্যম হয়ে উঠবে বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। একইসঙ্গে জনসংযোগেরও একটা গুরুত্বপূর্ণ পর্ব হয়ে উঠবে এই পদযাত্রা।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata-Abhishek Banerjee: লক্ষ্য মহিলা ভোট ! আজ ময়দানে মমতা-অভিষেক
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement