WBBSE Madhyamik Result 2023: কৃতী ছাত্র-ছাত্রীদের সরাসরি ফোন মুখ্যমন্ত্রীর! বাঁকুড়ার অন্বেষার সঙ্গেও কথা, কী বললেন তাঁকে?

Last Updated:

বরাবরই মেধাবী ছাত্রী অন্বেষা৷ পছন্দের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের 'বীরপুরুষ'.....ফল বেরনোর পরে শুভেচ্ছার বন্যা মেধাবী এই ছাত্রীর জন্য৷ অন্বেষা বড় হয়ে চিকিৎসক হতে চান। কারণ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পড়ে তাঁর মনে হয়েছে, প্রান্তিক মানুষের জন্য তাঁকে কাজ করতে হবে৷ আর সেই কারণেই এখন থেকে শুরু করে দিয়েছেন প্রস্তুতি।

দক্ষিণবঙ্গ: আজ, শুক্রবার প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল৷ ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকায় স্থান পেয়েছেন রাজ্যের বিভিন্ন জেলার ১১৮ জন পরীক্ষার্থী৷ মেধাতালিকায় থাকা সমস্ত ছাত্রছাত্রীদেরই ব্যক্তিগত ভাবে ফোন করে শুভেচ্ছা বার্তা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানালেন, আগামী ৬ তারিখ কৃতী ছাত্রছাত্রীদের জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজ্য প্রশাসনের তরফে৷ ধনধান্য স্টেডিয়ামে আয়োজিত হবে সেই অনুষ্ঠান৷ নিজে ফোন করে ওই অনুষ্ঠানে কৃতী ছাত্রছাত্রীদের বাবা-মাকে নিয়ে আসার জন্য স্বয়ং আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী৷
বাঁকুড়া মিশন গার্লসের মেধাবী ছাত্রী অন্বেষা এবছরের মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করেছেন৷ তাঁর সঙ্গেও এদিন ফোনে সরাসরি কথা বলেন মমতা৷ অন্বেষা বলে, ‘‘আমার প্রণাম নেবেন৷ আশীর্বাদ করবেন, যাতে ভবিষ্যতে আরও ভাল করতে পারি৷’’
advertisement
আরও পড়ুন: কবে শুরু ২০২৪ এর মাধ্যমিক? কোন দিন কোন পরীক্ষা, রুটিন জানিয়ে দিল পর্ষদ
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘অন্বেষা৷ তোমার নামটা খুব ভাল৷ ভবিষ্যৎও খুব ভাল হোক৷ ৬ তারিখে বাবা-মা কে নিয়ে আসবে৷ আমি তোমাদের সাথে মিট করব৷ ভাল থেকো, কেমন!’’
এরপরে অন্বেষার বাবার সঙ্গেও কিছুক্ষণ কথা বলেন মুখ্যমন্ত্রী৷ জানান, ধনধান্য স্টেডিয়ামে আগামী ৬ জুন একটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে৷ প্রশাসনের তরফে এ বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করে নেওয়া হবে৷
advertisement
বরাবরই মেধাবী ছাত্রী অন্বেষা৷ পছন্দের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বীরপুরুষ’…..ফল বেরনোর পরে শুভেচ্ছার বন্যা মেধাবী এই ছাত্রীর জন্য৷ অন্বেষা বড় হয়ে চিকিৎসক হতে চান। কারণ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পড়ে তাঁর মনে হয়েছে, প্রান্তিক মানুষের জন্য তাঁকে কাজ করতে হবে৷ আর সেই কারণেই এখন থেকে শুরু করে দিয়েছেন প্রস্তুতি।
advertisement
আরও পড়ুন: মাধ্যমিকে একা এই জেলা থেকেই প্রথম দশে ২১ জন! রাজ্যজুড়ে মেধাতালিকায় মোট ১১৮ পরীক্ষার্থী
ইতিহাস নিয়ে একটু ভয় ছিল, তবে বিজ্ঞানের সমস্ত বিষয় বরাবরই অন্বেষার ভীষণ প্রিয়৷ অণ্বেষার বাবা পরীক্ষিৎ চক্রবর্তী ইংরেজির শিক্ষক৷ তিনিই পড়াতেন মেয়েকে৷ তবে ছায়াসঙ্গী ছিলেন অন্বেষার মা মিঠু চক্রবর্তী। মা চান,তাঁর মেয়ে বড় হয়ে ডাক্তার হোক৷ গরিব মানুষের প্রাণ বাঁচাক। মিঠু দেবী বলেন, ‘‘মেয়ের ছোটবেলা থেকেই স্টেথোস্কোপ নিয়ে খেলার শখ৷ মেলা থেকে কিনে দিতে হত৷ তবে পড়াশোনা করত মাত্র ৩-৪ ঘণ্টা৷ পরীক্ষার আগের রাতে পড়াশোনা করত মাত্র ৩ ঘণ্টা৷ গল্পের বই-ই ওর সারাক্ষণের সঙ্গী৷’’
বাংলা খবর/ খবর/কলকাতা/
WBBSE Madhyamik Result 2023: কৃতী ছাত্র-ছাত্রীদের সরাসরি ফোন মুখ্যমন্ত্রীর! বাঁকুড়ার অন্বেষার সঙ্গেও কথা, কী বললেন তাঁকে?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement