WBBSE Madhyamik 10th Result 2023: মাধ্যমিকে একা এই জেলা থেকেই প্রথম দশে ২১ জন! রাজ্যজুড়ে মেধাতালিকায় মোট ১১৮ পরীক্ষার্থী

Last Updated:

১৬টি জেলা থেকে ১১৮ জন প্রথম দশ তম মেধা তালিকায় রয়েছে৷ মালদা থেকে ২১ জন,পূর্ব বর্ধমান ১৭ জন,বাঁকুড়া ১৪ জন,দক্ষিণ ২৪ পরগনা ১৩,পূর্ব মেদিনীপুরের ১১ জন,উত্তর ২৪ ও পশ্চিম মেদিনীপুর থেকে ৯ জন র‍্যাঙ্ক করেছে৷ কলকাতা থেকে এবার কেউ-ই প্রথম ১০ এর তালিকায় নেই৷

কলকাতা: প্রকাশিত হল মাধ্যমিক ২০২৩ -এর রেজাল্ট৷ এদিন বেলা ১০টা নাগাদ নিবেদিতা ভবন থেকে মাধ্যমিকের ফলপ্রকাশ করেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ৷ চলতি বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬,৮২, ৩২১ ৷ মোট পাশের হার ৮৬.১৫ ৷ ২০ জন এর পরীক্ষা বাতিল হয়েছে বলে জানিয়েছে পর্ষদ। পাশের হারের নিরিখে সবচেয়ে এগিয়ে পূর্ব মেদিনীপুর৷ এই জেলায় পাশের হার ৯৬.৮১ শতাংশ৷ তারপরেই কালিম্পং এবং কলকাতা৷
২০২৩ এর মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে একজনই৷ কাটোয়ার দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুলের ছাত্রী দেবদত্তা মাজি৷ ৯৯.৫৭ শতাংশ নম্বর পেয়েছে সে৷ তার মোট প্রাপ্ত নম্বর ৬৯৭৷ দ্বিতীয় স্থানে রয়েছে ৪ জন পরীক্ষার্থী, তৃতীয় স্থানে ৬ জন৷
advertisement
advertisement
দ্বিতীয়, শুভম পাল,দ্বিতীয় বর্ধমান মিউনিসিপ্যাল, মোট নম্বর ৬৯১, ৯৮.৭১‍‍ শতাংশ৷ দ্বিতীয়, মালদা এর রিফাত হাসান সরকার। রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দির৷ অর্ক মণ্ডল টাকি রামকৃষ্ণ মিশন হাইস্কুল, ৬৯০, উত্তর ২৪ পরগনা৷
advertisement
এছাড়া, ১৬টি জেলা থেকে ১১৮ জন প্রথম দশ তম মেধা তালিকায় রয়েছে৷ মালদা থেকে ২১ জন,পূর্ব বর্ধমান ১৭ জন,বাঁকুড়া ১৪ জন,দক্ষিণ ২৪ পরগনা ১৩,পূর্ব মেদিনীপুরের ১১ জন,উত্তর ২৪ ও পশ্চিম মেদিনীপুর থেকে ৯ জন র‍্যাঙ্ক করেছে৷ কলকাতা থেকে এবার কেউ-ই প্রথম ১০ এর তালিকায় নেই৷
জেলা ভিত্তিক পাশের হার – পূর্ব মেদিনীপুর – ৯৬.৮১, পশ্চিম মেদিনীপুর – ৯২.১৩,দক্ষিণ ২৪ পরগনা – ৮৮.৫০, কলকাতা ৯৩.৭৫ , হাওড়া – ৮৩.৫৯ , উত্তর ২৪ পরগনা – ৮৯.৩৫, হুগলি – ৮৪.৬৩, পশ্চিম মেদিনীপুর – ৯২.১৩, ঝাড়গ্রাম – ৮৬.৩৬, বাঁকুড়া ৭৪.৭২, পুরুলিয়া ৭৯.১৬, পশ্চিম বর্ধমান – ৭৪.১৫, পূর্ব বর্ধমান – ৭৮.৯৪, নদীয়া – ৮০.৯০, মুর্শিদাবাদ – ৭৯.৪৬, বীরভূম – ৭৭.৬৭, মালদা – ৮৩.৯৩,দক্ষিণ দিনাজপুর – ৭৭.৭৬, উত্তর দিনাজপুর – ৭০.৬৬, কোচবিহার – ৭৮.৮৬,আলিপুরদুয়ার – ৭৪.০৯, জলপাইগুড়ি – ৬৭.৭৩,দার্জিলিং – ৭৮.৯৬, কালিম্পং – ৯৪.১৩,
advertisement
ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। শেষ হয়েছে ৪ মার্চ। মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী। এই ৭ লক্ষ পরীক্ষার্থীর ফলাফল ঘোষণা করা হবে মাত্র ৭৫ দিনের মাথায়।
প্রসঙ্গত, এ বারের মাধ্যমিকের ফল প্রকাশের দিন আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ সম্পর্কে জানানো হতে পারে। রিভিউ এবং স্ক্রুটিনির সুযোগ কবে থেকে দেওয়া হবে, সে সম্পর্কেও বিশদ তথ্য দেওয়া হবে পর্ষদের পক্ষ থেকে। পর্ষদ সূত্রে খবর, এ বার রিভিউ ও স্কুটিনির ফলাফল গতবারে তুলনায় আরও কম দিনে প্রকাশ করতে চায় পর্ষদ।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
WBBSE Madhyamik 10th Result 2023: মাধ্যমিকে একা এই জেলা থেকেই প্রথম দশে ২১ জন! রাজ্যজুড়ে মেধাতালিকায় মোট ১১৮ পরীক্ষার্থী
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement