চেনেনএই দুষ্টুমিষ্টি মেয়েটাকে?
আপনি, আমি আমরা সবাই আবার আমাদের ছোটবেলা ফিরে পেতে চাই৷ শৈশব এমন একটা সময়, যেখানে আমরাই রাজা৷ তাই না?
এমন অনেক অভিনেতা-অভিনেত্রীও রয়েছেন, যাঁরা মাঝে মধ্যেই তাঁদের ছোটবেলার ছবি শেয়ার করেন।
আজকাল এই অভিনেত্রী দেশব্যাপী সেনসেশন হয়ে উঠেছেন৷ সবাই তাঁর অভিনয় পছন্দ করছেন। জানেন কি তিনি কে?
মেয়েটিকে চিনতে পারছেন? নিশ্চই না? এই থ্রোব্যাক ছবির সুন্দর ছোট্ট মেয়েটি বড় হয়ে এখন অভিনেত্রী তথা ডান্স ডিভা।
এই মেয়েটি আর কেউ নয়, ‘দ্য কেরালা স্টোরির’ নায়িকা। তবে ফোটোতে তাঁকে মোটেও চেনা যাচ্ছে না, তবে অবশ্যই বলা যায়, ছোট থেকেই সে খুব কিউট ছিল।
‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে এখন জোর আলোচনা চলছে দেশজুড়ে৷ সেই সিনেমাতেই অন্যতম মুখ্য চরিত্রে দেখা গিয়েছে আদাহ শর্মাকে৷
আদাহ হিন্দি এবং তেলুগু সিনেমায় অভিনয় করেন৷ অভিনেত্রী আদাহ শর্মা টিভি শো পুকারে-তে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিত।
চলচ্চিত্রে আসেন ২০০৮ সালে৷ ‘1920’সিনেমার মাধ্যমে তাঁর অভিনয়ে আত্মপ্রকাশ।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন