পরেশের সঙ্গে কোনও যোগ নেই, নারকেলডাঙ্গা প্রসঙ্গে সুকান্তকে কাশীপুর মনে করালেন কুণাল

Last Updated:

Kunal Ghosh: কুণালের সংযোজন, ''যে কুৎসা করছেন, তার আগে বিজেপির ঘটনাস্থলে গিয়ে চেক করা উচিত। সংগঠন করেন একটু খবর নিন৷ বাসিন্দাদের অভ্যন্তরীণ গন্ডগোল।''

দ্বৈরথ
দ্বৈরথ
#কলকাতা: নারকেলডাঙায় প্রোমোটিং বিবাদের জেরে তাণ্ডব, অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার ঘটনায় পুলিশ আটজনকে গ্রেফতার করেছে। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের কড়া শাস্তির দাবিতে বিক্ষোভ বিজেপির। যদিও বিজেপির বিরুদ্ধে মিথ্যে প্রচারের অভিযোগ তুলেছে তৃণমূল। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি, ''নারকেলডাঙার ঘটনা নিয়ে মিথ্যা প্রচার চলছে। এটা কাশীপুরের ঘটনার মতো হবে। এই ঘটনার সাথে তৃণমূল--বিজেপির সম্পর্ক নেই। ওখানে বাসিন্দাদের দীর্ঘ দিনের সমস্যা। রাজনৈতিক রঙ চড়াতে নেমে পড়েছে বিজেপি। মেডিক্যাল কলেজে অন্তঃসত্ত্বা মহিলা সম্পূর্ণ সুস্থ আছেন। ঘটনা ঘটলে নিন্দা করতাম। শাশুড়িকে জামাই নিয়মিত মেরে যায়। সবাই সুস্থ থাকুন।''
কুণালের সংযোজন, ''যে কুৎসা করছেন, তার আগে বিজেপির ঘটনাস্থলে গিয়ে চেক করা উচিত। সংগঠন করেন একটু খবর নিন৷ বাসিন্দাদের অভ্যন্তরীণ গন্ডগোল। খারাপ খারাপ কথা বলা আছে। মহিলা সুস্থ আছেন। কাশীপুরের মিথ্যাচারের ঘটনার পুনরাবৃত্তি করল বিজেপি৷ এলাকায় খবর নিন। অবশ্য খবর নেবেন কি করে? আপনাদের তো এলাকায় লোক নেই। যে কটা আছে তাও সমাজবিরোধী।''
advertisement
advertisement
এখানেই থামেননি কুণাল। তাঁর কথায়, ''গোটা ঘটনার সঙ্গে পরেশ পাল বা তৃণমূলের যোগ নেই৷ হঠাৎ করে রাজনীতি করতে নেমেছেন। সুকান্ত বাবু কাশীপুরে বড় বড় কথা বলেছিলেন। কেন অন্তঃসত্ত্বা মহিলাকে সামনে রেখে রাজনীতি করছেন?''
advertisement
কুণাল জানান, বিকেল ৫ টায় নারকেলডাঙ্গা থানায় ডেপুটেশন দেবে তৃণমূল কংগ্রেস। প্রকৃত দোষীদের শাস্তি দিতে হবে। অভিযোগ যদি মিথ্যে হয় অভিযোগকারীকে সাজা দিতে হবে। পুলিশি নিরপেক্ষতা বজায় রাখতে হবে। যাদের গ্রেফতার করেছে, তারা সত্যিই অপরাধী কিনা সেটা বলতে হবে। পুলিশ কেও ভাবতে হবে দুটো ধারায় মামলা করে ১০ মিনিটের মধ্যে কার আঙ্গুলি হেলনে কার নির্দেশে আরেকটা ধারা যুক্ত করল সেটা কিন্তু তদন্ত সাপেক্ষ।
বাংলা খবর/ খবর/কলকাতা/
পরেশের সঙ্গে কোনও যোগ নেই, নারকেলডাঙ্গা প্রসঙ্গে সুকান্তকে কাশীপুর মনে করালেন কুণাল
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement