বোলপুর দাপাচ্ছে সিবিআই, হাসপাতালে গেলেন অনুব্রত মণ্ডল! তুমুল শোরগোল

Last Updated:

Anubrata Mondal: গত শনিবারও সকালে নিজাম প্যালেস থেকে আলিপুর কম্যান্ড হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করাতে নিয়ে যাওয়া হয়েছিল অনুব্রত মণ্ডলকে।

ফের হাসপাতালে অনুব্রত
ফের হাসপাতালে অনুব্রত
#কলকাতা: ফের আলিপুর কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে অনুব্রত মণ্ডলকে। আদালতের নির্দেশে ৪৮ ঘণ্টা অন্তর অনুব্রতর শারীরিক পরীক্ষা করার কথা। সেই অনুযায়ী, অনুব্রতরে এদিন ফের স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। যদিও এদিন সিবিআই অফিস থেকে বেরোনোর সময় কোনও কথা বলেননি কেষ্ট।
প্রসঙ্গত, গত শনিবারও সকালে নিজাম প্যালেস থেকে আলিপুর কম্যান্ড হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করাতে নিয়ে যাওয়া হয়েছিল অনুব্রত মণ্ডলকে। সেখান থেকে বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে পেশ করা হয়েছিল আসানসোল আদালতে। গরু পাচার-কাণ্ডে আসানসোল আদালতে অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন করেছিলেন তাঁর আইনজীবী। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আর্জি জানানো হয়েছিল।
advertisement
advertisement
সিবিআই কাস্টডি-র বিরোধিতা করে আবেদনে বলা হয়েছিল '' অনুব্রত মণ্ডলের শারীরিক পরিস্থিতি ভাল নয়, ওঁর বিভিন্ন রোগ আছে, সেই কারণেই উনি হাজিরা দিতে যেতে পারেনি। 'হেলথ কন্ডিশন গ্রাউন্ড'-টা বিবেচনা করা হোক! আমাদের তরফে সমস্ত মেডিক্যাল ডকুমেন্টস-ও সিবিআই-এর কাছে জমা দেওয়া হয়েছে।'' তিনি আরও বলেন, '' এমন নয় যে হালে অসুস্থ হয়েছেন, বহুবছর ধরেই অনুব্রতর শারীরিক পরিস্থিতি খুব খারাপ। আমরা সিএমআরআই রিপোর্ট-ও জমা দিয়েছি।'' কিন্তু তাতেও মেলেনি রেহাই। ২৪ অগাস্ট পর্যন্ত অনুব্রতকে ফের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
advertisement
প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের পাশাপাশি তাঁর ঘনিষ্ঠদের উপরেও নজর রেখেছে সিবিআই। অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের ব্যাংক অ্যাকাউন্টের দিকেও বিশেষ নজর পড়েছে সিবিআইয়ের। তবে এর মধ্যেই নতুন তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল আসলে একজন প্রাথমিক শিক্ষিকা। কিন্তু পাশাপাশি তিনি দুটো কোম্পানির ডিরেক্টরও। আর সেই দুটি কোম্পানির দ্বিতীয় ডিরেক্টর হলেন বিদ্যুৎবরণ গায়েন। যে ব্যক্তি ছিলেন বোলপুর পুরসভার গাড়ির খালাসি। সেখান থেকেই অনুব্রতর কোম্পানির ডিরেক্টর পদে উত্তরণ তাঁর।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বোলপুর দাপাচ্ছে সিবিআই, হাসপাতালে গেলেন অনুব্রত মণ্ডল! তুমুল শোরগোল
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement