Cow Smuggling Case: অনুব্রতকে ডাকেন 'বাবা', সেই বিদ্যুতের বাড়িতে হানা CBI-এর! হতে চলেছে বড় রহস্য ফাঁস?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Cow Smuggling Case: অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের পাশাপাশি তাঁর ঘনিষ্ঠদের উপরেও নজর রেখেছে সিবিআই। অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের ব্যাংক অ্যাকাউন্টের দিকেও বিশেষ নজর রয়েছে সিবিআইয়ের।
#বোলপুর: যত সময় যাচ্ছে, গরু পাচার মামলার নতুন নতুন তথ্য উঠে আসছে সামনে। ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে দুবার হেফাজতে পেয়েছে সিবিআই। তবে, জেরায় অনুব্রত তেমন সহযোগিতা করছেন না বলে অভিযোগ করেছে সিবিআই। এরই মধ্যে এবার অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত বিদ্যুৎবরণ গায়েনের বাড়িতে হানা দিল সিবিআই। সিবিআই-এর কয়েকজন আধিকারিক এদিন হানা দেন বিদ্যুতের বাড়িতে। যদিও এখনও পর্যন্ত বিদ্যুৎ বাড়িতে আছেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।
অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের পাশাপাশি তাঁর ঘনিষ্ঠদের উপরেও নজর রেখেছে সিবিআই। অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের ব্যাংক অ্যাকাউন্টের দিকেও বিশেষ নজর রয়েছে সিবিআইয়ের। তবে এর মধ্যেই নতুন তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল আসলে একজন প্রাথমিক শিক্ষিকা। কিন্তু পাশাপাশি তিনি দুটো কোম্পানির ডিরেক্টর। আর সেই দুটি কোম্পানির দ্বিতীয় ডিরেক্টর হলেন বিদ্যুৎবরণ গায়েন।
advertisement
advertisement
খুব স্বাভাবিকভাবেই বিদ্যুৎবরণ গায়েনকে নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। সূত্রের খবর, এই বিদ্যুৎবরণ গায়েন একসময় গাড়ির খালাসি ছিলেন। কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পর ক্রমশ ফুলেফেঁপে উঠতে থাকেন তিনি। দ্রুত তাঁর সঙ্গে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। পাশাপাশি সুকন্যা মণ্ডলের সঙ্গেও বিদ্যুৎ গায়েনের সম্পর্ক যথেষ্ট নিবিড় ছিল বলে অনুমান করা হচ্ছে। এমনকী অনুব্রত মণ্ডলকে অনুব্রত 'বাবা' বলে ডাকতেন বলে জানা গিয়েছে।
advertisement
তাই এবার বিদ্যুৎবরণ গায়েনের দিকে নজর দিচ্ছে সিবিআই। আপাতত এই গরু পাচার মামলার রেশ ধরে আর কী কী রহস্য সামনে আসে, সেটাই এখন দেখার। অনেকেই বলছেন, অনুব্রত মণ্ডলের ছায়াসঙ্গী ছিলেন বিদ্যুৎ। তাই তাঁকে জিজ্ঞাসাবাদ করে এবং তাঁর বাড়ি থেকে বেশ কিছু তথ্য সামনে আসবে বলে মনে করছেন তদন্তকারীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 21, 2022 2:00 PM IST