সিবিআই নজরে মুর্শিদাবাদের একের পর এক থানা, অনুব্রত কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

Last Updated:

Cow Smuggling Case: অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পর থেকেই গরু পাচার কাণ্ডে জোরকদমে সিবিআই তদন্ত শুরু করেছে।

নজরে এবার একাধিক থানা
নজরে এবার একাধিক থানা
#কলকাতা: গরু পাচার কাণ্ডে বীরভূমের পরে এবার মুর্শিদাবাদের বেশ কিছু থানার আধিকারিকরা সিবিআইয়ের নজরে। বিশেষ করে সাতটি থানা এলাকার উপর দিয়ে বাংলাদেশে পাচার হতে গরু, তদন্তে নেমে এমনই জানতে পেরেছে সিবিআই। প্রথমে এনামুল হক ও পরবর্তী সময়ে আব্দুল লতিফ এ বিষয়ে সমস্ত কিছু দেখভাল করত। বেশ কিছু থানার পুলিশ তার সঙ্গে যোগাযোগ রাখত। সেখানে মোটা টাকার ডিল হত।
তদন্তে নেমে বেশ কিছু কল লিস্ট থেকে এরকম একাধিক তথ্য মিলেছে বলে সিবিআই সূত্রে খবর। এমনকি সিবিআইয়ের অনুমান, আব্দুল লতিফ মুর্শিদাবাদ বর্ডার হয়ে বাংলাদেশ পালিয়ে যেতে পারে। আব্দুল লতিফ ঘনিষ্ঠ বেশকিছু গরু ব্যবসায়ীর সঙ্গে এখনও পর্যন্ত পুলিশকর্মীদের নিয়মিত যোগাযোগ আছে বলে সন্দেহ সিবিআই-এর।
সেই সমস্ত পুলিশকর্মী এবং আব্দুল লতিফ ঘনিষ্ঠ ব্যবসায়ীরা সিবিআইয়ের নজরে রয়েছেন। পরবর্তী সময় সেই সমস্ত পুলিশকর্মী থেকে শুরু করে ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
এছাড়া সিবিআই-এর নজরে আছেন শুল্ক দফতর এবং বিএসএফ-এর কয়েকজন, যাদের সঙ্গে আব্দুল লতিফের সরাসরি যোগাযোগ ছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। এদিকে, বীরভূম থেকে নদিয়া, অনুব্রতর বিপুল সম্পত্তির হদিশ পেল সিবিআই। অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পর থেকেই গরু পাচার কাণ্ডে জোরকদমে সিবিআই তদন্ত শুরু করেছে। আর সেই সূত্রেই ‘ভোলে ব্যোম’ রাইস মিলে নজর পড়েছে সিবিআই-এর।
advertisement
গরু পাচারকাণ্ডের তদন্তে নেমে একাধিকবার এই রাইস মিলের প্রসঙ্গ উঠে এসেছে। এবার সেই সূত্রেই এই রাইস মিলে হানা দিয়েছিল সিবিআই। কিন্তু, সিবিআই আধিকারিকরা সেখানে ঢুকতে গেলেই বাধা দেয় রাইস মিলের তদন্তকারীরা। আর সেখানে ঢুকেই চক্ষু চড়কগাছ সিবিআই-এর। দেখা যায়, অনুব্রত মণ্ডলের রাইস মিলে দামিদামি গাড়ির সারি। দেশি, বিদেশি গাড়ির সারি দেখে চমকে ওঠে সিবিআই।
advertisement
---অনুপ চক্রবর্তী
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সিবিআই নজরে মুর্শিদাবাদের একের পর এক থানা, অনুব্রত কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement