SSC Scam: ৪৮ ঘণ্টাতেই ভোলবদল পার্থ চট্টোপাধ্যায়ের, গরম থেকে নরমের কারণ কী? তুমুল জল্পনা

Last Updated:

SSC Scam: শনিবার অসুস্থ বোধ করায় প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। সেখানে শারীরিক পরীক্ষা শেষে বেরোনোর সময়ই সংবাদমাধ্যমের সামনে তৃণমূলের সঙ্গে থাকার বার্তা দেন পার্থ।

পার্থর ভোলবদল
পার্থর ভোলবদল
#কলকাতা: ''কেউ রেহাই পাবে না...'' মাত্র দিন তিনেক আগেই আদালতে দাঁড়িয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন এসএসসি কাণ্ডে গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষে গত বৃহস্পতিবার ফের আদালতে তোলা হয়েছিল তৃণমূলের প্রাক্তন মহাসচিব এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে। শুনানি চলাকালীন কিছুক্ষণের জন্যে এজলাসে নিয়ে আসা হয়েছিল পার্থ এবং অর্পিতাকে। আর সেখানেই কার্যত বোমা ফাটিয়েছিলেন বর্ষীয়ান এই তৃণমূল নেতা। অথচ সেই বিস্ফোরণের ৪৮ ঘণ্টার মধ্যেই ভোল পাল্টে ফেললেন পার্থ। বললেন, ''দলের সঙ্গে ছিলাম, দলের সঙ্গে আছি।''
শনিবার অসুস্থ বোধ করায় প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। সেখানে শারীরিক পরীক্ষা শেষে বেরোনোর সময়ই সংবাদমাধ্যমের সামনে তৃণমূলের সঙ্গে থাকার বার্তা দেন পার্থ। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারের পর মন্ত্রিত্ব খুইয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলের সমস্ত দলীয় পদ থেকেও অপসারিত করা হয়েছে তাঁকে। এরপরও হঠাৎ দলের সঙ্গে থাকার বার্তা দিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।
advertisement
advertisement
প্রসঙ্গত, এসএসসি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকার হদিশ পাওয়ার পরই প্রাক্তন মন্ত্রীর সঙ্গে দূরত্ব তৈরি করেছিল তৃণমূল। পার্থকে বহিষ্কারের দাবি জানিয়ে টুইট করেছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। যদিও সেই টুইট পরে মুছেও দিয়েছিলেন তিনি। তার পরই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলের শৃঙ্খলারক্ষা কমিটি পার্থকে দলীয় সমস্ত পদ থেকে অপসারিত করার পাশাপাশি সাসপেন্ড করার কথা ঘোষণা করে।
advertisement
এদিকে, মন্ত্রিত্ব থেকে তার আগেই পার্থকে সরানোর সিদ্ধান্ত নিয়ে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পার্থ প্রসঙ্গে তৃণমূলের সর্বময় নেত্রী বলেছিলেন, দল ও সরকারের সঙ্গে এই ঘটনার কোনও সম্পর্ক নেই। গত বৃহস্পতিবার সিবিআইয়ের বিশেষ আদালতে এজলাসে দাঁড়িয়েই পার্থ বলেন, ''কেউ রেহাই পাবে না।'' পার্থর এহেন মন্তব্যের নিশানায় কে, তা নিয়ে তুমুল আলোড়ন পড়ে রাজ্য রাজনীতিতে। কিন্তু সেই মন্তব্যের ৪৮ ঘণ্টার মধ্যেই ভোলবদল করে দলের সঙ্গে থাকার বার্তা দিলেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব। কী কারণে পার্থর এই ভোলবদল, তা নিয়েই আপাতত মজে বঙ্গ রাজনীতি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC Scam: ৪৮ ঘণ্টাতেই ভোলবদল পার্থ চট্টোপাধ্যায়ের, গরম থেকে নরমের কারণ কী? তুমুল জল্পনা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement