Suvendu Adhikary: 'কে এই কয়লা ভাইপো? লেডি কিম-ই বা কে?' শুভেন্দুর ট্যুইট-মামলায় স্পষ্ট করে জানতে চাইল হাইকোর্ট
- Published by:Satabdi Adhikary
Last Updated:
বিতর্কিত ট্যুইটে 'লেডি কিম' শব্দবন্ধ ব্যবহার করেছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। এদিন শুনানি চলাকালীন বিচারপতি ভট্টাচার্য বলেন, "লেডি কিম! তিনি কে? কিম জন উন উত্তর কোরিয়ার শাসক বলে জানি। তাঁকেই কী বলা হয়েছে? না কী মজা ছিল?"
কলকাতা: কয়লা ভাইপো কে? তাঁর পরিচয়ই বা কী? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি মামলার প্রেক্ষিতে এবার এই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট।
বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মামলার শুনানিতে বিচারপতি মৌসুমি ভট্টাচার্য তাঁর পর্যবেক্ষণ জানান, যে ট্যুইটের বিরোধিতা করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে, সেখানে 'কয়লা ভাইপো'র কথা বলা হয়েছে! ইনি কে? তা জানতে চান বিচারপতি। তিনি বলেন, "মামলকারী তো তাঁর ট্যুইটে কারও নাম ব্যবহার করেননি।"
advertisement
advertisement
অভিযোগ, বিতর্কিত ট্যুইটে 'লেডি কিম' শব্দবন্ধ ব্যবহার করেছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। এদিন শুনানি চলাকালীন বিচারপতি ভট্টাচার্য বলেন, "লেডি কিম! তিনি কে? কিম জন উন উত্তর কোরিয়ার শাসক বলে জানি। তাঁকেই কী বলা হয়েছে? না কী মজা ছিল?"
গত বছর ১৩ নভেম্বর শুভেন্দু অধিকারী একটি ট্যুইট করেছিলেন। সেই ট্যুইটকে কেন্দ্র করে তাঁকে শোকজ নোটিস পাঠায় পশ্চিমবঙ্গ শিশু অধিকার রক্ষা কমিশন। ওই ট্যুইট নিয়ে তাঁকে ৩ বার নোটিস পাঠানো হয়। কমিশনের এই নোটিস খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলেনতা। বুধবার এই মামলার শুনানি ছিল। শুনানি চলাকালীন শুভেন্দুর আইনজীবী বলেন, "শিল্পা দাস নামে এক মহিলা কমিশনে অভিযোগ করেন। তার ভিত্তিতে নোটিস পাঠিয়েছে কমিশন।"
advertisement
আরও পড়ুন: 'অভিশপ্ত অতীত, অজানা ভবিষ্যৎ', এবারের বইমেলা থেকে প্রথম কোন বই কিনলেন মমতা
এরপরেই বিচারপতি ভট্টাচার্যের প্রশ্ন, "যিনি অভিযোগ করেছেন, তাঁর সঙ্গে এই ট্যুইটের কী সম্পর্ক রয়েছে? তাঁর কি কোনও ক্ষতি বা স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে?" কমিশনের আইনজীবী জানান, অভিযোগকারিণী একজন মা। বিরোধী দলনেতার ওই মন্তব্য শিশু অধিকার লঙ্ঘন করে! একটি শিশুর জন্মদিনের অনুষ্ঠানকে কটাক্ষ করার অভিযোগ রয়েছে।
advertisement
এর উত্তরে কমিশনের উদ্দেশে বিচারপতি ভট্টাচার্যের প্রশ্ন, "যদি অভিযোগ সত্যিও হয়, তা হলে মামলকারীর বিরুদ্ধে পদক্ষেপ করার কোনও ক্ষমতা আপনাদের রয়েছে?" কমিশনের আইনজীবী জানান, অভিযোগের গুরুত্ব বুঝে অনুসন্ধান করা হয়। কমিশন নিজেও শুনানি করে। তার পর আইন অনুযায়ী ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হতে পারে।
এদিন এই মামলার প্রেক্ষিতে হলফনামা দিয়ে উত্তর দেওয়ার জন্য সময় চান কমিশনের আইনজীবী। অন্যদিকে, শুভেন্দুও এই বিষয়ে অতিরিক্ত হলফনামা জমা দিতে চান। আগামিকাল ফের শুনানি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 01, 2023 12:38 PM IST