Patha Chaterjee: ভ্যালেন্টাইন্স ডে-র দিনই পার্থ চট্টোপাধ্য়ায়ের ভাগ্য পরীক্ষা! কোন আশায় রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী?
- Reported by:Arpita Hazra
- Published by:Satabdi Adhikary
Last Updated:
পার্থ চট্টোপাধ্যায়ের আবেদন, মিডিয়া ট্রায়াল যেন না হয়। সত্য উদ্ঘাটন হোক, কাতর আর্জি পার্থ চট্টোপাধ্যায়ের।আইনজীবী সুকন্যা ভট্টাচার্যের মাধ্যমে জানালেন আবেদন।
কলকাতা: সেই ২২ জুলাই থেকে শুরু। তারপরে বান্ধবীর ফ্ল্যাট থেকে ভুরি ভুরি টাকা উদ্ধার। তদন্ত, মামলা, ফের তদন্ত, ফের মামলার জাঁতাকল চলছেই। এর মধ্যেই একাধিকবার আদালতে জামিনের আর্জি জানিয়েছেন তৃণমূল সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়। এজলাসে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়তেও দেখা গিয়েছে তাঁকে। কিন্তু কিছুতেই কোনও লাভ হয়নি। সেই অধরাই থেকে গিয়েছে বহু আকাঙ্ক্ষিত জামিন।
মঙ্গলবারও ইডি-র বিশেষ আদালতে পার্থর জামিনের আর্জির শুনানি ছিল। পার্থর তরফে এজলাসে উপস্থিত ছিলেন দুই আইনজীবী। এছাড়াও ছিলেন আইনজীবী সুকন্যা ভট্টাচার্য। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর তরফে এদিন অন্তর্বর্তী জামিনের আবেদন করা হয়।
advertisement
এর আগেই ইডি মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতে আবেদন জানিয়েছিলেন পার্থ। যদিও এদিন ইডি-র তরফে এই দুই আবেদনেরই তীব্র বিরোধিতা করা হয়। হলফনামাও জমা দেয় তারা। যথারীতি এদিনও জামিন আর্জির নিষ্পত্তি হয়নি।
advertisement
সওয়াল জবাব শেষে ১৪ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। এদিন পার্থর আইনজীবী সুকন্যা জানান, পার্থ চাইছেন গোটা ঘটনায় যেন মিডিয়া ট্রায়াল না হয়। যা সত্যি, প্রশাসনই যেন তা খুঁজে বের করে।
আরও পড়ুন: মাস্টারস্ট্রোক বিজেপির! কেষ্টহীন বীরভূম আসছেন শাহ
প্রসঙ্গত, প্রায় মাস ছয়েক আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার হয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সে সময় তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ও গ্রেফতার হন। অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রায় পঞ্চাশ কোটি টাকা। তদন্তে নামে ইডি।
advertisement
এরপর প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন আরেক তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচাৰ্য। সদ্য, আরেক অভিযুক্ত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকেও গ্রেফতার করেছে ইডি। অন্যদিকে, নিয়োগ মামলায় সিবিআইয়ের হাতে রয়েছেন শান্তিপ্রসাদ সিনহা, প্রদীপ সিং, প্রসন্ন রায় সহ সাত জন। নিয়োগ দুর্নীতির জাল কত দূর বিস্তৃত সেই শিকড় খুঁজছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়ন্দারা।
advertisement
ARPITA HAZRA
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 01, 2023 11:01 AM IST








