Amit Shah: মাস্টারস্ট্রোক বিজেপির! কেষ্টহীন বীরভূম আসছেন শাহ
- Published by:Suvam Mukherjee
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Amit Shah: বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে করতে পারেন সাংগঠনিক বৈঠকও।
কলকাতা: ফের রাজ্য সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্ভবত ১১ ফেব্রুয়ারি কলকাতায় আসছেন তিনি। পরের দিন একই দিনে জোড়া সভা করবেন শাহ। বীরভূমের সিউড়ি আর হুগলির আরামবাগে সভা করতে পারেন অমিত শাহ।
সভার পাশাপাশি বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে করতে পারেন সাংগঠনিক বৈঠকও। এমনটাই খবর বিজেপি সূত্রের। বিজেপি সূত্রে এখনও পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বঙ্গ সফর সম্পর্কে যা জানা যাচ্ছে তা হল, অমিত শাহ ১১ তারিখ রাতে কলকাতায় আসবেন। ১২ ফেব্রুয়ারি সকালে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য পদ্ম নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে পারেন।
advertisement
advertisement
এরপর এদিনই তাঁর প্রথম জনসভা করার কথা সকাল ১১ টায় বীরভূমের সিউড়িতে। জনসভার পর স্থানীয় জেলা নেতাদের সঙ্গে বৈঠক করার পর হেলিকপ্টারে করে আরামবাগ পৌঁছবেন অমিত শাহ। হুগলি জেলার আরামবাগে বেলা ২ টোর সময় দ্বিতীয় জনসভাটি করবেন শাহ।
জনসভার পর স্থানীয় সাংগঠনিক জেলা নেতাদের সঙ্গে বৈঠকও করতে পারেন অমিত শাহ। বৈঠক শেষে ৫ টায় কলকাতা ফিরবেন। সেদিনই দিল্লি ফিরে যাবেন তিনি। প্রসঙ্গত, চলতি মাসেই রাজ্য সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। নদিয়া জেলার বেথুয়া ডহরিতে রাজনৈতিক সভা করার পাশাপাশি সাংগঠনিক নেতৃত্বকে নিয়ে করেন বৈঠকও।
advertisement
জে পি নাড্ডার পর এবার বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিভিন্ন দুর্নীতি ইসুকে হাতিয়ার করে যখন জোর প্রচার শুরু করেছে রাজ্য বিজেপি। ঠিক তখনই পঞ্চায়েত নির্বাচনের কয়েক মাস আগে বঙ্গ সফরে এসে কি বার্তা দেন অমিত শাহ, সিএএ নিয়ে মুখ খোলেন কিনা, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
advertisement
দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট। তারপর লোকসভা। তার আগে কেন্দ্রীয় নেতৃত্বের পাখির চোখ বাংলা। আমিত শাহর বঙ্গ সফরকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি। বিজেপি সূত্রের খবর, বীরভূম এবং হুগলির সভাস্থল ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছে গেরুয়া শিবির।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 01, 2023 10:17 AM IST