Budget 2023: আগামী বছর লোকসভা নির্বাচন, বাজেটে বাংলার রেল প্রকল্পের জন্য বরাদ্দ কত হবে? নজর রাজ্যবাসীর 

Last Updated:

গত অর্থ বাজেটে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ৪ হাজার ৪৬৩ কিলোমিটার দৈর্ঘ্যের রেলপথ সম্প্রসারণ ও আধুনিকীকরণ সহ ৫৩টি রেল প্রকল্পের জন্য বরাদ্দ ঘোষণা করেছিল কেন্দ্র।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
কলকাতা: কেন্দ্রীয় বাজেটে বাংলার রেল প্রকল্পের ভবিষ্যৎ কী? তারাতলা-এসপ্ল্যানেড, রুবি-বিমানবন্দর ও ইস্ট-ওয়েস্ট মেট্রোর বাকি অংশে বরাদ্দ কত মিলবে?সেবক-সিকিম রেল লাইন, হাওড়া-শিয়ালদহ-দিল্লি রুটে গতি বাড়াতে পরিকাঠামো খাতে খরচ, এছাড়া জমি জটে থমকে থাকা বেশ কয়েকটি প্রকল্পের দিকেও বরাদ্দ কত দাঁড়ায়, নজর থাকবে সেদিকেও।
গত অর্থ বাজেটে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ৪ হাজার ৪৬৩ কিলোমিটার দৈর্ঘ্যের রেলপথ সম্প্রসারণ ও আধুনিকীকরণ সহ ৫৩টি রেল প্রকল্পের জন্য বরাদ্দ ঘোষণা করেছিল কেন্দ্র। বরাদ্দকৃত অর্থের পরিমাণ ছিল ৪৮ হাজার ২৭৫ কোটি টাকা। যার মধ্যে ছিল ২০ হাজার ১১৭ কোটি টাকার ১৬ টি নতুন রেলপথ সম্প্রসারণের প্রকল্প। এছাড়া ১ হাজার ২০০ কিমোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ৪ টি গেজ কনভার্সন প্রোজেক্টের জন্য বরাদ্দ হয়েছিল ৭ হাজার ৯৯৩ কোটি টাকা। ৩৩টি রেলপথ ডবল করার জন্য বরাদ্দ হয়েছিল ২০ হাজার ১৬৫ কোটি টাকা।
advertisement
advertisement
বাংলায় ১৬টি নতুল রেলপথ তৈরির জন্য ২০ হাজার ১১৭ কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র। দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর-আদিত্যপুর থার্ড লাইনের জন্য ২২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এছাড়া নারায়ণগড় থেকে ভদ্রক থার্ড লাইনের জন্য ৩০২ কোটি টাকা, বাঁকুড়া-মশাগ্রাম থার্ডরেল কাজের জন্য ৩০.৫৭ কোটি টাকা বরাদ্দ হয়েছিল।
advertisement
ডানকুনিতে নতুন কোচিং টার্মিনাল নির্মাণ হবে। যার জন্য চলতি অর্থবর্ষে আলাদা বরাদ্দের ঘোষণা করেছিলেন নির্মলা সীতারমণ। এছাড়া ভারত-ভুটানের রেলপথ সংযোগের জন্য আলিপুরদুয়ারের মাজনাই থেকে ভুটানের নিয়নপেলিং-এর মধ্যে পিইটি সার্ভে করতেও আর্থিক বরাদ্দ ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।কলকাতার মেট্রো প্রকল্পেও একাধিক বরাদ্দ ঘোষণা করেছিল কেন্দ্র।
advertisement
যেমন, নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর হয়ে বারাসত মেট্রো লাইন সম্প্রসারণে ৫২০ কোটি টাকা বরাদ্দ করেছিলেন নির্মলা সীতারামন। এ ছাড়া দমদম বিমানবন্দর থেকে নিউটাউন রাজারহাট হয়ে নিউ গড়িয়া পর্যন্ত ৩২ কিলোমিটার রেলওয়ে তৈরিতে বরাদ্দ হয়েছিল ৩৫ কোটি টাকা। জোকা থেকে মাঝেরহাট হয়ে বিবাদি বাগ পর্যন্ত ১৬.৭২ কিলোমিটার নয়া মেট্রো প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছিল ৩৫০ কোটি টাকা। এবার বাজেটে বাংলায় চলতে থাকা প্রকল্পে কত অর্থ বরাদ্দ হয় সেদিকেই নজর সবার৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Budget 2023: আগামী বছর লোকসভা নির্বাচন, বাজেটে বাংলার রেল প্রকল্পের জন্য বরাদ্দ কত হবে? নজর রাজ্যবাসীর 
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement