এবার ‘দুয়ারে টিকিট’ ! ডিজিটালাইজেশনের পথে শিয়ালদহ বিভাগ, শিয়ালদহ ডিভিশনের দুই হল্ট স্টেশনে চালু পরীক্ষামূলক ভাবে

Last Updated:

ডিজিটালাইজেশনের পথে শিয়ালদহ বিভাগ: হল্ট কন্ট্রাক্টরদের উদ্যোগে নতুন টিকিটিং সিস্টেম চালু করা হল। এর পাশাপাশি শিয়ালদহ বিভাগে হল্ট কন্ট্রাক্টরদের নতুন ব্যবস্থার সূচনা করে দেওয়া হল।

News18
News18
আবীর ঘোষাল, কলকাতা: ইস্টার্ন রেলওয়ের শিয়ালদহ বিভাগ ডিজিটাল রূপান্তরের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। শিয়ালদহ বিভাগের দুটি প্রধান হল্ট স্টেশন—স্যার গুরুদাস ব্যানার্জি হল্ট ও পীরতলা হল্টে—সফলভাবে ডিজিটাইজড টিকিটিং সিস্টেম চালু করা হয়েছে। এই মাইলফলকটি জেনারেল ম্যানেজার মিলিন্দ কে. দেউসকর-এর আধুনিকীকরণের দৃষ্টিভঙ্গির সরাসরি বাস্তবায়ন বলে জানাচ্ছেন রেল আধিকারিকরা।
এই উদ্যোগের সূচনা হয় শিয়ালদহের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার জসরাম মীণা এবং শিয়ালদহ বিভাগের হল্ট কন্ট্রাক্টরদের প্রথম বৈঠকের মাধ্যমে যেখানে ডিজিটালাইজেশন সংক্রান্ত জেনারেল ম্যানেজারের ভিশন সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। বর্তমানে এই পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে বাস্তবায়নের পর্যায়ে প্রবেশ করেছে, যার লক্ষ্য ম্যানুয়াল টিকিটিংয়ের দীর্ঘদিনের সমস্যাগুলি দূর করে যাত্রীদের জন্য দ্রুততর, নির্ভুল এবং স্বচ্ছ পরিষেবা নিশ্চিত করা।
advertisement
advertisement
ডিভিশনের পক্ষ থেকে হল্ট কন্ট্রাক্টরদের প্রিন্টার সরবরাহ করা হচ্ছে, যাতে ডিজিটাল প্রক্রিয়া সহজে সম্পন্ন করা যায়। পাশাপাশি, প্রতিশ্রুতির নিদর্শন হিসেবে বহু কন্ট্রাক্টর নিজ উদ্যোগে প্রিন্টার ক্রয় করেছেন, যাতে ডিজিটাল প্রিন্টেড টিকিট ইস্যু করা যায়। এই আধুনিক ব্যবস্থা বহুদিনের টিকিট ইস্যু সংক্রান্ত সমস্যার সমাধান করবে এবং যাত্রীদের জন্য ‘আপনার দোরগোড়ায় টিকিট’ পরিষেবা নিশ্চিত করে আরও সহজ ও মসৃণ অভিজ্ঞতা প্রদান করবে।
advertisement
ডিআরএম শিয়ালদহ, রাজীব স্যাক্সেনা বলেন, ‘‘স্যার গুরুদাস ব্যানার্জি হল্ট এবং পীরতলা হল্টে সফল বাস্তবায়ন আমাদের হল্ট অপারেশনগুলিতে ডিজিটাল যুগের এক ঐতিহাসিক সূচনা। হল্ট কন্ট্রাক্টরদের সঙ্গে প্রথম কৌশলগত বৈঠক থেকে শুরু হওয়া এই যৌথ প্রয়াস জেনারেল ম্যানেজারের ডিজিটাল ভিশনকে বাস্তবে রূপ দিচ্ছে এবং হাজারো যাত্রীর ভ্রমণ অভিজ্ঞতা উন্নত করছে। শিয়ালদহ বিভাগ পর্যায়ক্রমে অন্য সব হল্ট স্টেশনেও এই আধুনিক টিকিটিং ব্যবস্থা চালু করার পরিকল্পনা নিয়েছে, ডিজিটাল উৎকর্ষ এবং যাত্রীদের সহজ ভ্রমণ (Ease of Travel) নিশ্চিত করার লক্ষ্যে।’’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
এবার ‘দুয়ারে টিকিট’ ! ডিজিটালাইজেশনের পথে শিয়ালদহ বিভাগ, শিয়ালদহ ডিভিশনের দুই হল্ট স্টেশনে চালু পরীক্ষামূলক ভাবে
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement