Kolkata Metro: গ্রিন লাইনের যাত্রীদের জন্য সুখবর, সোমবার থেকে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ বাড়ছে মেট্রোর সময়

Last Updated:

সোমবার থেকে শুক্রবার পর্যন্ত গ্রিন লাইনে ২২৬টি পরিষেবার পরিবর্তে ২২৮টি পরিষেবা (১১৪টি আপ এবং ১১৪টি ডিএন) ট্রেন পরিচালিত হবে। শনিবার, ২০২টি পরিষেবার পরিবর্তে ২০৪টি পরিষেবা পরিচালিত হবে। রবিবার, ১০৪টি পরিষেবার পরিবর্তে ১০৮টি পরিষেবা পরিচালিত হবে।

News18
News18
আবীর ঘোষাল, কলকাতা: আগামী ১৫.১২.২০২৫ (সোমবার) থেকে গ্রিন লাইনে আরও বেশি সময় ধরে মেট্রো পরিষেবা পাওয়া যাবে। পরিষেবার সময় বাড়ানো হবে। হাওড়া ময়দান থেকে শেষ মেট্রো রাত ১o:০৫ ​​মিনিটে ছেড়ে যাবে। মেট্রো যাত্রীদের জন্য তাই সুখবর! ১৫.১২.২০২৫ (সোমবার) থেকে গ্রিন লাইনে আরও মেট্রো পরিষেবা পরিচালিত হতে চলেছে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত গ্রিন লাইনে ২২৬টি পরিষেবার পরিবর্তে ২২৮টি পরিষেবা (১১৪টি আপ এবং ১১৪টি ডিএন) ট্রেন পরিচালিত হবে। শনিবার, ২০২টি পরিষেবার পরিবর্তে ২০৪টি পরিষেবা পরিচালিত হবে। রবিবার, ১০৪টি পরিষেবার পরিবর্তে ১০৮টি পরিষেবা পরিচালিত হবে।
১৫.১২.২০২৫ থেকে হাওড়া ময়দান থেকে শেষ মেট্রো সোমবার থেকে রবিবার রাত ১০:০৫ ​​মিনিটে ছেড়ে যাবে এবং এই মেট্রো সেন্ট্রাল পার্ক স্টেশন পর্যন্ত চলবে।
advertisement
সোমবার থেকে শনিবার পর্যন্ত পরিষেবা:
প্রথম পরিষেবা:
সল্টলেক সেক্টর V থেকে হাওড়া ময়দান পর্যন্ত ০৬.৩৯ মিনিটে (কোনও পরিবর্তন নেই)।
advertisement
হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত ০৬.৪৫ মিনিটে (০৬.৩০-এর পরিবর্তে)।
শেষ পরিষেবা:
সল্টলেক সেক্টর V থেকে হাওড়া ময়দান পর্যন্ত ২১:৫৫-এ (২১.৪৭ ঘণ্টার পরিবর্তে)।
হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত ২১:৫৫-এ (২১.৪৫ ঘণ্টার পরিবর্তে)।
হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক স্টেশন পর্যন্ত ২২:০৫-এ (নতুন পরিষেবা)।
রবিবার পরিষেবা:
প্রথম পরিষেবা:
সল্টলেক সেক্টর V থেকে হাওড়া ময়দান পর্যন্ত ০৯.০২ মিনিটে (কোনও পরিবর্তন নেই)।
advertisement
হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত ০৯.০০ মিনিটে (কোনও পরিবর্তন নেই)।
সিটি সেন্টার থেকে হাওড়া ময়দান পর্যন্ত সকাল ০৯.০০ টায় (নতুন পরিষেবা)।
শেষ পরিষেবা:
সল্টলেক সেক্টর V থেকে হাওড়া ময়দান পর্যন্ত রাত ২১.৫৫ টায় (২১.৪৭ টায়ের পরিবর্তে)।
advertisement
হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত রাত ২১.৫৫ টায় (২১.৪৫ টায়ের পরিবর্তে)।
হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক স্টেশন পর্যন্ত রাত ২২.০৫ টায় (নতুন পরিষেবা)।
মেট্রো রেলের আধিকারিকরা জানাচ্ছেন ক্রমাগত যাত্রীদের ভীড় বাড়ছে। তাই যাত্রীদের সুবিধা দিতেই চাহিদা মতো মেট্রো বাড়ানো হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro: গ্রিন লাইনের যাত্রীদের জন্য সুখবর, সোমবার থেকে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ বাড়ছে মেট্রোর সময়
Next Article
advertisement
Lionel Messi and Shahrukh Khan: কলকাতায় ‘মেসি ম্যানিয়া’ ! এলএম১০-এর সঙ্গে দেখা শাহরুখ খানের, দু’জনের মধ্যে কী কথা হল?
কলকাতায় ‘মেসি ম্যানিয়া’ ! এলএম১০-এর সঙ্গে দেখা শাহরুখ খানের, দু’জনের মধ্যে কী কথা হল?
  • কলকাতায় ‘মেসি ম্যানিয়া’ !

  • মেসির সঙ্গে দেখা শাহরুখ খানের

  • দু’জনের মধ্যে কী কথা হল?

VIEW MORE
advertisement
advertisement