কলকাতায় মেসি ! ১৪ বছর পর ভারতে আগমন বিশ্বজয়ী আর্জেন্টাইন মহাতারকার
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:PARADIP GHOSH
Last Updated:
Lionel Messi In Kolkata: কলকাতায় এসে গেলেন লিওনেল মেসি ৷ শনিবার সকাল সাড়ে ন'টা থেকে সাড়ে ১০টা হোটেলেই রয়েছে স্পনসরদের অনুষ্ঠান। সাড়ে ১০টা থেকে ভার্চুয়ালি লেকটাউনে নিজের মূর্তি উন্মোচন করবেন।
কলকাতা: ৩ দিনের সফরে ভারতে এলেন লিওনেল মেসি ৷ শুক্রবার মধ্যরাতে কলকাতায় এসে পৌঁছন বিশ্বজয়ী আর্জেন্টাইন মহাতারকা ৷ মেসির সঙ্গে শহরে উপস্থিত সুয়ারেজ এবং ডি পলও ৷ মেসিকে দেখতে বিমানবন্দরে উপচে পড়ে সমর্থকদের ভিড় ৷ উৎসুক জনতাকে সামলাতে সার্ভিস গেট দিয়ে হোটেলে ঢোকেন মেসি ৷ শনিবার সকালে হোটেলে মেসির মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শহরের অন্যান্য সেলিব্রেটিরাও ৷ থাকবেন শুভশ্রী, চূর্ণী গঙ্গোপাধ্যায়রাও ৷ হোটেল থেকে ভার্চুয়ালি ৭০ ফুটের মূর্তি উদ্বোধন করা হবে মেসির ৷ এরপর ১১.৩০ টা-র পরে যুবভারতীতে G.O.A.T কনসার্টে মেসি ৷ যুবভারতীতে মেসির সংবর্ধনায় থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ‘গোট ট্যুর অফ ইন্ডিয়া’ কনসার্টে যোগ দিতে মধ্যরাতে শহরে পৌঁছে গিয়েছেন শাহরুখ খানও ৷ মেসির সংবর্ধনায় যুবভারতীতে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও ৷ এরপর দুপুর ২টোয় কলকাতা থেকে হায়দরাবাদ উড়ে যাবেন লিওনেল মেসি ৷
বিমানবন্দর থেকে বেরিয়ে মেসি এদিন সোজা চলে যান তাঁর হোটেলে। সেখানে মেসিকে স্বাগত জানানোর জন্য তাঁর অনেক ভক্তরা উপস্থিত ছিলেন। হোটেলে কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়েই তৈরি হয়ে নিতে হবে তাঁকে। শনিবার সকাল ৯.৩০ থেকে ১০.৩০ পর্যন্ত মিট অ্যান্ড গ্রিট পর্ব। সকাল ১০.৩০ থেকে ১১.১৫ ভার্চুয়ালি নিজের মুর্তি উন্মেচন করবেন এলএম টেন। ১১.১৫ মিনিটে হোটেল থেকে যুবভারতীতে রওনা দেবেন। ১১.৩০ মিনিটে মাঠে আসবেন শাহরুখ থান। দুপুর ১২টায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। দুপুর ১২ থেকে ১২.৩০ পর্যন্ত সেলিব্রিটি ফ্রেন্ডলি ম্যাচ, সংবর্ধনা এবং সংক্ষিপ্ত আলাপ পর্ব। অনুষ্ঠান শেষে বিমানবন্দরে চলে যাবেন মেসি। দুপুর ২টোয় হায়দরাবাদের উদ্দেশে রওনা দেবেন। বিশ্বের অন্যতম সেরা ফুটবলার কয়েক ঘণ্টার জন্য শহরে এসেছেন। কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। মেসির ভারত সফরের নাম দেওয়া হয়েছে । এই সফরসূচিতে কলকাতায় বিশ্রামের তেমন সুযোগ নেই মেসির। কয়েক ঘণ্টা হয়তো দু’চোখের পাতা এক করবেন না তাঁর ভক্তেরাও।
advertisement
advertisement
শনিবার সকাল সাড়ে ন’টা থেকে সাড়ে দশটা হোটেলেই স্পনসরদের অনুষ্ঠান। সাড়ে দশটা থেকে ভার্চুয়ালি লেকটাউনে নিজের মূর্তি উন্মোচন করবেন। ১১.১৫ নাগাদ যুবভারতীর উদ্দেশে রওনা দেবেন। সাড়ে ১১টায় যুবভারতীতে উপস্থিত হবেন শাহরুখ খান। থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তারপর চলবে সংবর্ধনার পালা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 13, 2025 7:23 AM IST






