Messi in Kolkata: প্রতীক্ষার অবসান ! মধ্যরাতে কলকাতায় পা রাখলেন লিওনেল মেসি, শহরে উপস্থিত কিং খানও
- Reported by: EERON ROY BARMAN
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
বিমানবন্দর থেকে মেসি বেরোনো মাত্রই সমর্থকদের উপচে পড়া ভিড় দেখা গেল। সমর্থকদের চিৎকার ও জয়ধ্বনিতে গমগম করছিল বিমানবন্দর চত্বর। মেসির পাশাপাশি কলকাতায় চলে এসেছেন শাহরুখ খানও।
advertisement
advertisement
advertisement
আজ, শনিবার সকাল সাড়ে ন'টা থেকে সাড়ে দশটা হোটেলেই স্পনসরদের অনুষ্ঠান। সাড়ে দশটা থেকে ভার্চুয়ালি লেকটাউনে নিজের মূর্তি উন্মোচন করবেন। ১১.১৫ নাগাদ যুবভারতীর উদ্দেশে রওনা দেবেন। সাড়ে এগারোটায় যুবভারতীতে উপস্থিত হবেন শাহরুখ খান। থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। তারপর চলবে সংবর্ধনার পালা। প্লেয়ারদের সঙ্গে পরিচয় সারবেন মেসি, শাহরুখরা।
advertisement





