Vande Bharat Express: প্রতি ঘণ্টায় সময় পরিবর্তন! হাওড়া-পুরী বন্দেভারত এখনও ছাড়েনি, আদৌ ছাড়বে তো? ক্ষোভে ফুঁসছে যাত্রীরা

Last Updated:

Vande Bharat Express: আজ সোমবার সকালে হাওড়া থেকে পুরীর উদ্দেশ্যে বন্দেভারত এক্সপ্রেসের ছেড়ে যাওয়ার সময় ছিল সকাল ৬:১০ মিনিটে। যদিও রবিবার গভীর রাতে যাত্রীরা জানতে পারেন, ট্রেন ছাড়বে সকাল ১১:১০ মিনিটে। অর্থাৎ ৫ ঘণ্টা দেরিতে ট্রেন ছাড়বে।

বন্দেভারত এক্সপ্রেস। সংগৃহীত ছবি।
বন্দেভারত এক্সপ্রেস। সংগৃহীত ছবি।
হাওড়াঃ প্রতি ঘণ্টায় শুধু সময় পরিবর্তন! তার জেরে কার্যত ক্ষুব্ধ যাত্রীরা। আজ সোমবার সকালে হাওড়া থেকে পুরীর উদ্দেশ্যে বন্দেভারত এক্সপ্রেসের ছেড়ে যাওয়ার সময় ছিল সকাল ৬:১০ মিনিটে। যদিও রবিবার গভীর রাতে যাত্রীরা জানতে পারেন, ট্রেন ছাড়বে সকাল ১১:১০ মিনিটে। অর্থাৎ ৫ ঘণ্টা দেরিতে ট্রেন ছাড়বে।
এবার সকালে আবার ন’টা নাগাদ যাত্রীরা জানতে পারেন ট্রেন ছাড়বে দুপুর ১:১০ মিনিটে। অর্থাৎ নির্ধারিত সময়ের সাত ঘণ্টা পরে ছাড়বে ট্রেন। বন্দেভারতের মতো সুপারফাস্ট স্পেশ্যাল ট্রেন, যার ভাড়াও অন্য ট্রেনের চেয়ে বেশি। সেই ট্রেনের এমন বারবার সময় বদল ঘিরে ক্ষুব্ধ যাত্রীরা।
আরও পড়ুনঃ জ্যোতির সঙ্গে পুরীর মন্দির, বিচে ছবি! প্রিয়াঙ্কাও পাক গুপ্তচর? পাচার করতেন জরুরি নথি, ছবি? ইন্টেলিজেন্সের র‍্যাডারে ইউটিউবার
দেশের মধ্যে যে ক’টি বন্দেভারত এক্সপ্রেস চালু হয়েছে, তার মধ্যে হাওড়া-পুরী রুটটি অত্যন্ত জনপ্রিয়। এই ট্রেনের যাত্রীসংখ্যা সারাবছরই বেশি থাকে। সম্প্রতি হাওড়া-পুরী বন্দে ভারতের কোচের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে। যে ট্রেনে কোচের সংখ্যা ছিল ১৬। এখন সেই সংখ্যা বেড়ে হয়েছে ২০। ফলে, আসন সংখ্যা বাড়ছে অনেকটাই।
advertisement
advertisement
যে সব যাত্রী সকাল থেকে স্টেশনে দাঁড়িয়ে আছেন, তারা রেলের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন। এক যাত্রী সুবীর গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, আমরা পরিবার নিয়ে পুরী যাচ্ছি। আমাদের সঙ্গে অনেক বয়স্ক মানুষ রয়েছেন। বারবার সময় বদল হচ্ছে। গোটা একটা দিনের জেরে আমাদের নষ্ট হল। যাত্রীরা অভিযোগ করলেও কার্যত নিশ্চুপ দক্ষিণ-পূর্ব রেল। কেন এই অবস্থা বন্দেভারতের মতো স্পেশ্যাল ট্রেনের, তা নিয়ে মুখ খুলতে নারাজ তারা।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Vande Bharat Express: প্রতি ঘণ্টায় সময় পরিবর্তন! হাওড়া-পুরী বন্দেভারত এখনও ছাড়েনি, আদৌ ছাড়বে তো? ক্ষোভে ফুঁসছে যাত্রীরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement