Firhad Hakim: সিবিআই-এর তোলপাড় ফেলা হানা বাংলায়! কেন? বিস্ফোরক মন্তব্য ফিরহাদ হাকিমের
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Firhad Hakim: সিবিআই সূত্রে খবর, নথি উদ্ধারের কারণেই এই পুরসভা গুলিতে তল্লাশি অভিযান চলছে। এদিন কলকাতার নিজাম প্যালেসের সিবিআই দফতর থেকে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে ১০০ জন সিবিআই অফিসারের ১৬টি দল তল্লাশি অভিযানে যান।
কলকাতা: পুর নিয়োগে দুর্নীতির তদন্তে এ বার রাজ্যের বেশ কয়েকটি পুরসভায় হানা দিয়েছে সিবিআই। বুধবার সকালেই সিবিআই অফিসাররা ভাগ হয়ে রাজ্যের একাধিক পুরসভায় হানা দেন। তার আগে সল্টলেকে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরেও যায় সিবিআইয়ের একটি দল। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যের বিভিন্ন পুরসভার নিয়োগ সংক্রান্ত নথি খতিয়ে দেখার জন্যই তাদের এই অভিযান। আর এই প্রসঙ্গেই পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এ নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, ”রাজনৈতিক কারণেই এই হানা। রাজনীতি চলছে পুরো বিষয়টি ঘিরে।”
সিবিআই সূত্রে খবর, নথি উদ্ধারের কারণেই এই পুরসভা গুলিতে তল্লাশি অভিযান চলছে। এদিন কলকাতার নিজাম প্যালেসের সিবিআই দফতর থেকে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে ১০০ জন সিবিআই অফিসারের ১৬টি দল তল্লাশি অভিযানে যান। পুরসভা গুলির আধিকারিক সঙ্গেও কথা বলেন গোয়েন্দারা।
advertisement
advertisement
হালিশহর, টিটাগড়, নিউ ব্যারাকপুর, শান্তিপুর এবং দক্ষিণ দমদম পুরসভায় হানা দিয়েছেন সিবিআই। পুর নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হওয়া অয়ন শীলের হুগলির ফ্ল্যাটেও গিয়েছে সিবিআইয়ের একটি দল। সিবিআইয়ের একটি দল সকাল ১১টা নাগাদ চুঁচুড়ার জগুদাসপাড়ায় অয়নের ফ্ল্যাটে ঢোকে।
advertisement
এরপরই সিবিআই হানা প্রসঙ্গে মুখ খোলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বলেন, ”পুরোটাই রাজনীতি চলছে।” পুরসভায় দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে রাজ্য তদন্ত চালাচ্ছে বলেও জানান তিনি। তাঁর সংযোজন, ”জানি না কী উদ্দেশ্য, কী ব্যাপার। ত্রাস তৈরির চেষ্টা চলছে। পুলিশ শেষ কথা বলবে নাকি মানুষ শেষ কথা বলবে। এটাই এখন আসল সমস্যা। আমরা যদি অন্যায় না করে থাকি তাহলে কে শাস্তি দেবে আমাদের! শিক্ষায় যেমন হয়েছে, সবাই অন্যায় করেছে, সবাই টাকা নিয়েছে ব্যাপারটা তো এমন নয়। যে দোষ করেছে সে শাস্তি পাবে। চুঁচুড়া পুরসভায় নিয়োগে অনিয়ম দেখেছিলাম। সেটা বাতিল করেছি। কোন পুরসভায় কী হয়েছে সেটা তো মন্ত্রীর জানার কথা নয়।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 07, 2023 2:12 PM IST











