VC Appointment in West Bengal: বাংলায় উপাচার্য নিয়োগের জট প্রায় শেষের পথে, ৩ বিশ্ববিদ্যালয়ের জন্য মুখ খোঁজার দায়িত্ব দিল সুপ্রিম কোর্ট
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
VC Appointment in West Bengal: বাংলার বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে জট প্রায় খুলে এসেছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে জানালেন আইনজীবীরা।
নয়াদিল্লি: বাংলার বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে জট প্রায় খুলে এসেছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে জানালেন আইনজীবীরা।
১১টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ- যা নিয়ে মতবিরোধ ছিল, তার মধ্যে ৮টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়ে সহমত হয়েছেন মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল।
আরও পড়ুন: ‘বাবার অনেক ধার স্যার…’, অক্ষয়ের পা জড়িয়ে যুবতীর কাতর আর্জি! তারপর? দেখুন ভাইরাল ভিডিও
বাকি তিনটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে দ্বিমত রয়েছে। সেই পদগুলির জন্য বর্তমান প্যানেল থেকে নাম রেকমেন্ড বা নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত সার্চ এবং সিলেক্ট কমিটির প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি ইউইউ ললিতকে নিতে বলে প্রধান বিচারপতির বেঞ্চ।
advertisement
advertisement
আরও পড়ুন: মাঘে কি ফের জাঁকিয়ে শীত পড়বে? নাকি বাংলায় এবারের মতো ঠান্ডা শেষ? আবহাওয়ার বড় আপডেট
আগামী চার সপ্তাহের মধ্যে সেই সিদ্ধান্ত কোর্টকে জানাতে বলা হল সর্বোচ্চ আদালতের তরফে।
মৈত্রেয়ী ভট্টাচার্য
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 16, 2026 1:55 PM IST








