CBI | Scam: শুধু পুরসভাতেই নয়, এমন এক জায়গায় হানা দিল সিবিআই! বদলে যেতে পারে 'সব' কিছু
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
CBI | Scam: জানা গিয়েছে, ব্যারাকপুর, পানিহাটি, দক্ষিণ দমদম পুরসভায় গিয়েছে সিবিআই টিম। নিয়োগের আগে কী রেজোলিউশন পাশ হয়েছিল, সেই কপির খোঁজে সিবিআই তল্লাশি চালাতে শুরু করেছে।
কলকাতা: বুধবার সকাল থেকেই রাজ্যের একাধিক পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যজুড়ে সিবিআই তল্লাশি। শুধু কলকাতা নয়, জেলা, রাজ্য জুড়ে সিবিআই তল্লাশি। সল্টলেকে পুর ও নগরোন্নয়ন দফতরে সিবিআই তল্লাশির পাশাপাশি চুঁচুড়া, শান্তিপুর, ব্যারাকপুরে সিবিআই তল্লাশি চলছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার অয়ন শীলের বাড়িতে সিবিআই তল্লাশি শুরু হয়েছে।
জানা গিয়েছে, ব্যারাকপুর, পানিহাটি, দক্ষিণ দমদম পুরসভায় গিয়েছে সিবিআই টিম। নিয়োগের আগে কী রেজোলিউশন পাশ হয়েছিল, সেই কপির খোঁজে সিবিআই তল্লাশি চালাতে শুরু করেছে। যা যা পরীক্ষা হয়েছে নিয়োগ নিয়ে, তার খোঁজও নিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পুরসভায় নিয়োগের বিজ্ঞপ্তির কপি, প্রার্থীদেরও তালিকা সংগ্রহ করতে শুরু করেছে সিবিআই।
advertisement
advertisement
কী খুঁজছে সিবিআই? সূত্রের খবর, অয়ন শীলের সংস্থা কীভাবে নিয়োগের টেন্ডার পায়, কীভাবে সেই নিয়োগ প্রক্রিয়া চলেছিল সেই সব নথি খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা। ইতিমধ্যেই ১৪টি জায়গায় পৌঁছেছে সিবিআই টিম। বুধবার সকালে নিজাম প্যালেস থেকে সিবিআই-এর ৫ টি দল নানা দিকে ছড়িয়ে পড়ে। পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে একের পর এক পুরসভায় সিবিআই তল্লাশি। সল্টলেকের পুর ও নগরোন্নয়ন দফতরের অফিস, নগরায়ন ভবনেও কেন্দ্রীয় তদন্তকারীরা হানা দেয়।
advertisement
অয়ন শীলের ফ্ল্যাট এবং সংস্থা দুটি জায়গাতেই তল্লাশি চালাচ্ছে সিবিআই। সিবিআই আধিকারিকরা যখন সেই অফিসে হানা দেয়, সেই সময় তালাবন্ধ ছিল ওই অফিস। সিবিআই টিমের একজন একটি চিঠি নিয়ে স্থানীয় থানায় যান। কারণ তল্লাশির আগে অয়ন শীলের ওই বাড়িটি সিল করা ছিল। অন্য টিম অয়ন শীলের ফ্ল্যাটেও তল্লাশিতে যায়।
advertisement
প্রসঙ্গত, চলতি বছরের গত ১৯ মার্চ নিয়োগ দুর্নীতি মামলায় অয়নকে গ্রেফতার করেছিল আর এক তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির তরফে দাবি করা হয়, তাঁর সল্টলেকের অফিসে তল্লাশি চালিয়ে রাজ্যের একাধিক পুরসভার বিভিন্ন পদে চাকরিপ্রার্থীদের ওএমআর শিট পাওয়া গিয়েছে। তদন্তকারীদের সূত্রে জানা যায়, ‘এবিএস ইনফ্রোজোন’ নামে অয়নের সংস্থার মাধ্যমে একাধিক পুরসভায় নিয়োগ হয়েছে। বিষয়টি কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে উঠলে তিনি পুরসভায় দুর্নীতির মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন। পরে এই মামলার এজলাস বদল হলেও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ই বহাল রাখে হাই কোর্ট।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 07, 2023 1:32 PM IST