I-PAC ED Case Supreme Court: আইপ্যাক মামলায় দু’সপ্তাহের মধ্যে জবাব তলব সুপ্রিম কোর্টের, ইডি আধিকারিকদের বিরুদ্ধে FIR-এ স্থগিতাদেশ

Last Updated:

ইডি অফিসারদের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে— ২টি শেক্সপিয়র সরণি থানা এবং ২টি ইসি পিএস থানায় স্থগিত পরবর্তী শুনানি পর্যন্ত৷ শেক্সপিয়ার সরণি থানা ও ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় FIR ওপর স্থগিতাদেশ৷

News18
News18
নয়াদিল্লি: I-PAC কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ডিজিপি, সিপি এবং ডিসিপির কাছে জবাব তলব করল সুপ্রিম কোর্ট৷ আগামী দু সপ্তাহের মধ‍্যে এ বিষয়ে হলফনামা জমা দিতে বলল শীর্ষ আদালত। ততদিন পর্যন্ত সব ডিজিটাল প্রমাণ সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হল সুপ্রিম কোর্টের তরফে৷ অন্যদিকে, বিভিন্ন থানায় ইডি আধিকারিকদের বিরুদ্ধে করা এফআইআর দায়েরের উপরেও স্থগিতাদেশ জারি করল আদালত৷ ইডি অফিসারদের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছিল— ২টি শেক্সপিয়র সরণি থানা এবং ২টি ইসি পিএস থানায়৷ তার উপরে পরবর্তী শুনানি পর্যন্ত জারি করা হল স্থগিতাদেশ৷ শেক্সপিয়ার সরণি থানা ও ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় FIR উপরে জারি হল এই স্থগিতাদেশ৷ ইডির দাবিকে মান্যতা দিয়ে বেঞ্চ জানায়, ‘‘ওরা যখন সঙ্গে করে সার্চের অনুমতি নিয়ে গিয়েছিল তখন ধরে নিতে হবে গুড ফেইথেই গিয়েছেন তাঁরা৷’’
এদিন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি বিপুল পাঞ্চলির বেঞ্চ জানায়, কোনও কেন্দ্রীয় সংস্থা কোনও দলের নির্বাচনী কাজে হস্তক্ষেপ করতে পারে না। কিন্তু কোনও কেন্দ্রীয় সংস্থা যদি বোনাফাইড কোনও সিরিয়াস অফেন্সের তদন্ত করে, কেন্দ্রীয় সংস্থাকে কি বাধা দেওয়া যায়? তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়দের বিরুদ্ধে জারি হয় নোটিস৷ আগামী ৩ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি৷ ৮ তারিখের সিসিটিভি ক‍্যামেরা এবং স্থানীয় এলাকার সিসিটিভি ফুটেজকে সংরক্ষণ করতে নির্দেশ আদালতের৷
advertisement
advertisement
ঘটনার ঠিক একসপ্তাহ পর বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুরু হয় আইপ্যাক কাণ্ডে ইডি মামলার শুনানি৷ বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি বিপুল পাঞ্চলির বেঞ্চের সামনে সওয়াল শুরু করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা৷ এদিন শুনানির শুরুতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘ঢুকে পড়ে নথি ছিনিয়ে নেওয়ার’ মতো গুরুতর অভিযোগ আনেন সরকারি কৌঁসুলি তুষার মেহতা৷
advertisement
তিনি ইডির তরফে দাবি করেন, নির্দিষ্ট নথি নিয়ে, স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়েই কয়লা কাণ্ডের তদন্তের সূত্রে আইপ্যাকের অফিসে অভিযান চালিয়েছিল ইডি৷ সরকারি আইনজীবীর অভিযোগ, ইডি-র তল্লাশি চলাকালীন রাজ্য পুলিশ আধিকারিকদের সাথে নিয়ে সেখানে ঢুকে পড়েন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আগেও পশ্চিমবঙ্গে ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা সমস্যায় পড়েছেন৷
advertisement
তুষার মেহতা বলেন, ‘‘মুখ‍্যমন্ত্রী নথি ছিনিয়ে এনেছেন। তারপর উনি ঘোষণা করেছেন যা করেছেন ঠিক করেছেন। এটা চলতে দিতে থাকলে খারাপ নজির তৈরি হয়ে যাবে। কেন্দ্রীয় কর্মীদের মনোবল ভেঙে যাবে। এরকম রাজ‍্যের অধীনস্থ পুলিশ কর্মীরা ভাববেন, তাঁরা এভাবে মুখ‍্যমন্ত্রীর সঙ্গে যেকোনও জায়গায় ঢুকে ছিনিয়ে আনতে পারে। আমি অনুরোধ করব এমন রায় দেওয়া হোক যেটা নির্দশন হয়ে থাকে। ওই পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। ডিপার্টমেন্টাল এনকোয়ারি শুরু করা হোক৷’’
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
I-PAC ED Case Supreme Court: আইপ্যাক মামলায় দু’সপ্তাহের মধ্যে জবাব তলব সুপ্রিম কোর্টের, ইডি আধিকারিকদের বিরুদ্ধে FIR-এ স্থগিতাদেশ
Next Article
advertisement
West Bengal Weather Update: জাঁকিয়ে শীতের দোসর ঘন কুয়াশা, তবে চলতি সপ্তাহেই শীতের আমেজ শেষ, রাজ্যে ঠান্ডা কমবে কবে? জেনে নিন
জাঁকিয়ে শীতের দোসর ঘন কুয়াশা, তবে চলতি সপ্তাহেই শীতের আমেজ শেষ, রাজ্যে ঠান্ডা কমবে কবে?
  • জাঁকিয়ে শীতের দোসর ঘন কুয়াশা

  • তবে চলতি সপ্তাহেই শীতের আমেজ শেষ

  • আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে, সঙ্গে রয়েছে কুয়াশার সতর্কতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement