'বিজেপিকে শূন্য করার লড়াই, দিল্লিকে বাংলার মানুষের ক্ষমতা দেখাবো!' চ্যালেঞ্জ অভিষেকের

Last Updated:

Abhishek Banerjee From SIR Rally এসআইআর ফর্ম বিতরণে পথে নেমেছে তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে মিছিল, ভোটার তালিকার স্বচ্ছতা ও নাগরিক অধিকারের দাবিতে দিল্লিতে বড় আন্দোলনের প্রস্তুতি!

News18
News18
কলকাতা: মঙ্গলবার সকাল থেকেই এসআইআর-এর ফর্ম বিলির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলও-রা। এদিনই পথে নেমে প্রতিবাদ তৃণমূলের; ভোটাধিকার রক্ষার স্বার্থে মিছিল। উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতের দেওয়া সময় ও নির্দেশ মেনে নির্ধারিত রুটে মিছিল চলছে এবং তৃণমূল নেতৃত্ব দাবি করেছেন, এই আন্দোলন সম্পূর্ণভাবে সাংবিধানিক এবং ভোটার তালিকার স্বচ্ছতা নিশ্চিত করাই এর লক্ষ্য।
অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলেন, যে সব সহ-নাগরিকরা এসআইআর ঘোষণার পর প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবার সদস্যরাও মিছিলে অংশগ্রহণ করেছেন। তিনি কেন্দ্রীয় সরকারের নীতিকে বৈমাতৃসুলভ আচরণ হিসেবে কটাক্ষ করে জানান, রাজ্য সরকার বিএসএফকে জায়গা দেয়নি—তারপরও কেন্দ্র ‘অনুপ্রবেশ’ বলে অভিযোগ তুলে বাংলাকে অপদস্থ করছে। তিনি বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান; ভোটার তালিকা প্রস্তুত ও গণনা ওটাই তাঁদের মূল দায়িত্ব, আর সেটির স্বচ্ছতা নষ্ট হলে গণতন্ত্রেই ক্ষতি হবে।
advertisement
advertisement
পথে নেমে প্রতিবাদ তৃণমূলের; ভোটাধিকার রক্ষার স্বার্থে মিছিল।
পথে নেমে প্রতিবাদ তৃণমূলের; ভোটাধিকার রক্ষার স্বার্থে মিছিল।
অভিষেক আরও বলেন, “২০২১-এ হেরেছে বিজেপি, ২০২৪-এও হেরেছে। তাই এখন হঠাৎ এসআইআর ঘোষণা করে মানুষের কাগজ চাইছে। যারা আমাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলছে, তারা আগে নিজের বাবা-ঠাকুরদার কাগজ দেখাক। আমরা ভয় পাই না, ধমকে চমকে আমাদের থামানো যাবে না। প্রয়োজনে প্রাণ দিয়েও আমরা মানুষের অধিকারের জন্য লড়ব।”
advertisement
অভিষেক আরও বলেন, দুই দিনের ব্যবধানে ডাকা এই কর্মসূচি যে মহামিছিলের রূপ নিয়েছে, তা সামনে সাক্ষ্য—দুই মাসের প্রস্তুতিতে দিল্লিতে আরও বড় আন্দোলন করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন তিনি। তিনি উল্লেখ করেন, গত কয়েক দিনে আত্মহত্যা করা ব্যক্তিদের নাম ভোটার তালিকায় রয়েছে এবং একটিও বৈধ ভোটার বাদ থাকলে তৃণমূল কেন্দ্র থেকে প্রতিবাদ করবে। তৃণমূলের দাবি অনুযায়ী, সচিত্র পরিচয়পত্র সংগ্রহের আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মানুষের সঙ্গে কাজ করেছেন; তাই প্রয়োজন হলে আন্দোলন ফের জোরালো করা হবে।
advertisement
পথে নেমে প্রতিবাদ তৃণমূলের; ভোটাধিকার রক্ষার স্বার্থে মিছিল।
পথে নেমে প্রতিবাদ তৃণমূলের; ভোটাধিকার রক্ষার স্বার্থে মিছিল।
advertisement
অভিষেক বলেন, “আগামী দিনে তৃণমূল কংগ্রেস দিল্লী যাবে। বাংলার কি ক্ষমতা দিল্লী দেখবে!” অভিষেক আরও অভিযোগ করেন যে কেন্দ্রীয় তদন্ত সংস্থা, ইনকাম ট্যাক্স ও অন্যান্য বাহিনী রাজনৈতিকভাবে কাজ করেছে এবং বাংলাকে অপমান করা হয়েছে; যারা টাকা আটকে রেখেছে তাদের প্রতিক্রিয়া দেখানো হবে। তিনি জানান, আগামী ২৬-এর লড়াই কেবল মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী দাঁড় করানোর লড়াই নয়, এটি বিজেপিকে রাজনৈতিকভাবে শূন্য করার লড়াই হবে এবং রাজ্যবাসীর ক্ষমতা দিল্লিতে দেখিয়ে দেওয়া হবে — সেই সংগঠিত প্রস্তুতিই তৃণমূল ঘোষণা করেছে। তাঁর কথায়, “যারা বাংলাকে অপমান করেছে। যারা টাকা আটকে রেখেছে, ভেবেছে রিমোট কন্ট্রোলের মতো টাকা দেবে, আগামী ২৬ এর লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার লড়াই নয়, বিজেপিকে ০ করার লড়াই!”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'বিজেপিকে শূন্য করার লড়াই, দিল্লিকে বাংলার মানুষের ক্ষমতা দেখাবো!' চ্যালেঞ্জ অভিষেকের
Next Article
advertisement
African Elephant death at Delhi Zoo: ভয়ঙ্কর ভাইরাল সংক্রমণে মৃত্যু দিল্লি চিড়িয়াখানার আফ্রিকান হাতির, নিশ্চিত ময়নাতদন্তে
ভয়ঙ্কর ভাইরাল সংক্রমণে মৃত্যু দিল্লি চিড়িয়াখানার আফ্রিকান হাতির, নিশ্চিত ময়নাতদন্তে
  • শঙ্করকে তার এনক্লোজারে মৃত অবস্থায় পাওয়া যায়

  • ২০১২ সালে শঙ্করকে একটি নতুন এনক্লোজারে স্থানান্তরিত করা হয়েছিল

  • শঙ্করের মৃত্যুর পর ভারতে কেবল একটি আফ্রিকান হাতি অবশিষ্ট রইল

VIEW MORE
advertisement
advertisement