কত জল ছেড়েছে DVC? ২৮ দিনের হিসাব দিল কেন্দ্র, বেশি জল ছাড়া হয়েছে বলে সরব রাজ্য
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
২৭৯৮৭ লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে ডিভিসি। ১৮ জুন থেকে ১৫ জুলাইয়ের মধ্যে, জানাল জল শক্তি মন্ত্রক।
আবীর ঘোষাল, কলকাতা: ২৭৯৮৭ লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে ডিভিসি। ১৮ জুন থেকে ১৫ জুলাইয়ের মধ্যে, জানাল জল শক্তি মন্ত্রক। মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে এই বিপুল পরিমাণ জল ছাড়া হয়েছে। রাজ্যকে জানিয়ে কি জল ছাড়া হয়েছে? কৌশলে উত্তর এড়িয়ে গিয়েছে কেন্দ্র। উত্তরে জল শক্তি মন্ত্রক জানিয়েছে DVRRC কমিটি আছে। কিন্তু তারা কি জল ছাড়ার বিষয়ে রাজ্যকে জানিয়েছে? সেখানে হ্যাঁ বা না কোনওটাই উল্লেখ নেই। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের করা প্রশ্নের উত্তরে এটাই জানিয়েছে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক। কেন্দ্রের এই উত্তরকে হাতিয়ার করেই ফের সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি রাজ্য প্রশাসনের বক্তব্য, তারা প্রথম থেকে বলে আসছে রাজ্যকে না জানিয়ে জল ছাড়া হয়েছে। সেটি কার্যত মিলে গেল এবং অন্যান্য বারের তুলনায় বেশি জল ছাড়া হয়েছে সেটিও মিলে গিয়েছে।
ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কেন্দ্রের দ্বারা পরিচালিত এই সংস্থাটি ক্রমশ আরও বেশি বেশি করে বাংলা-বিরোধী হয়ে উঠছে। সারা ভারতে কেন্দ্রীয় সরকার যে বাংলা-বিরোধী পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, তার সঙ্গে সাযুজ্য রেখে এই পরিস্থিতিকে দেখতে হবে। ২০২৪ সালের তুলনায় এ বছর DVC-র জল ছাড়ার পরিমাণ ১১ গুণ বেড়েছে, ২০২৩ সালের তুলনায় বেড়েছে ৩০ গুণ!! দক্ষিণবঙ্গে বন্যা ঘটানোর জন্য এটি একটি পরিকল্পিত প্রচেষ্টা। এটি কোনও প্রাকৃতিক দুর্যোগ নয়, বাংলাকে বিপদে ফেলার জন্য এটা আরও বেশি বেশি করে ঘটাতে থাকা ম্যান-মেড বিপর্যয়।
advertisement
advertisement
তথ্যই সব বলে দিচ্ছে:
•২০২৪ সালের জুন ও জুলাই মাসে DVC থেকে জল ছাড়া হয়েছে: ৪,৫৩৫ লক্ষ কিউবিক মিটার
•২০২৫ সালের জুন ও জুলাই মাসে DVC থেকে জল ছাড়া হয়েছে: ৫০,২৮৭ লক্ষ কিউবিক মিটার ৷ এই বছর এই বিপুল ও নজিরবিহীন পরিমাণ জল ছাড়ার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বিধ্বস্ত হয়েছে, বিপুল ফসল নষ্ট হয়েছে, প্রচুর বাঁধ ভেঙেছে, অসংখ্য রাস্তা ভেঙেছে এবং হাজার হাজার মানুষকে ঘরবাড়ি ছাড়তে হয়েছে – তাদের জীবনে বিপর্যয় নেমে এসেছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 06, 2025 5:55 PM IST