Durgapur Flight Turbulance: দুই যাত্রী এখনও আইসিইউ-তে, অণ্ডালে বিপত্তির পর স্পাইসজেটের সব বিমান পরীক্ষার নির্দেশ

Last Updated:

ডিজিসিএ-এর তরফে ইতিমধ্যেই ওই বি৭৩৭-৮০০ বিমানটির ওড়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷

স্পাইসজেটের সব বিমানে পরীক্ষা৷
স্পাইসজেটের সব বিমানে পরীক্ষা৷
#কলকাতা: দুর্গাপুরে স্পাইসজেটের বিমানে প্রবল ঝাঁকুনির জেরে আহত হয়ে দুই যাত্রী আইসিইউ-তে চিকিৎসাধীন৷ এই দুর্ঘটনায় আহতের সংখ্যা অন্তত ১৫ জন৷ যার মধ্যে যাত্রীদের পাশাপাশি বিমানকর্মীরাও রয়েছেন৷
ডিজিসিএ-এর তরফে ইতিমধ্যেই ওই বি৭৩৭-৮০০ বিমানটির ওড়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ সতর্কতামূলক ব্যবস্থা হিসেেব স্পাইসজেটের সমস্ত বিমানের পরীক্ষা করা হবে৷ শুধু তাই নয়, মুম্বাই থেকে অণ্ডালগামী ওই বিমানের দায়িত্বে থাকা মস্ত কর্মী, মেইনটেনেন্স কন্ট্রোল সেন্টারের দায়িত্বে থাকা কর্মী ও আধিকারিকদেরও আপাতত বসিয়ে দেওয়া হয়েছে৷ বিমানটির ওড়ার বিষয়ে যে কর্মীরা ছাড়পত্র দিয়েছেন, তাদের উপরেও একই নিষেধাজ্ঞা জারি হয়েছে৷
advertisement
advertisement
প্রসঙ্গত, রবিবার মুম্বাই থেকে অণ্ডালগামী ওই বিমানটি অবতরণের আগে মাঝআকাশেই দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে পড়ে৷ যার জেরে বিমানের মধ্যে প্রবল ঝাঁকুনি শুরু হয়৷ বিমানটি যে উচ্চতায় উড়ছিল, এক ধাক্কায় তার থেকে অনেকটা নীচে নেমে আসে৷
advertisement
এর জেরে বিমানের ভিতরে থাকা বহু যাত্রীর মাথা, শিরদাঁড়া, কপাল এবং মুখে আঘাত লাগে৷ আহতদের মধ্যে দু' জন এখনও দুর্গাপুরের দু'টি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর৷ তাঁদের আইসিইউ-তে রেখে চিকিৎসা করা হচ্ছে৷
ডিজিসিএ-র তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, ঘটনার সময় বিমানটির অটোপাইলট মোড কাজ করেনি৷ সেই সময় নিজেরাই বিমানটিকে ওড়ান চালকরা৷ দুর্গাপুর এটিসি-র সঙ্গে যোগাযোগ করে বিমান চালকরা ঘটনার কথা জানান৷ বেশ কয়েকজন যাত্রী আহত হওয়ায় অবতরণের পরেই তাঁদের চিকিৎসার ব্যবস্থা তৈরি রাখতে বলা হয়৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Durgapur Flight Turbulance: দুই যাত্রী এখনও আইসিইউ-তে, অণ্ডালে বিপত্তির পর স্পাইসজেটের সব বিমান পরীক্ষার নির্দেশ
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement