SpiceJet Flight Turbulence|| বিয়েবাড়ির আনন্দেও কাটেনি আতঙ্ক! মুম্বই-অন্ডাল বিমানযাত্রীর ভয়াবহ অভিজ্ঞতা...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
SpiceJet Flight Turbulence: মুম্বই থেকে অন্ডালগামী বিমানে চেপেছিলেন মণীন্দ্র ভার্মা এবং তাঁর মেয়ে টিয়া ভার্মা। দু'জনেই আসছিলেন এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে। অন্ডাল বিমানবন্দরে নেমে আসানসোলের বুধা এলাকায় বিয়েবাড়িতে যোগ দেওয়ার কথা ছিল তাঁদের।
#পশ্চিম বর্ধমান: আসছিলেন বিয়েবাড়িতে যোগ দিতে। কিন্তু হঠাৎই বিমানে বিপত্তি। মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি মুম্বই থেকে অন্ডালগামী বিমানে। ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা এখনও ভুলতে পারেছেন না বাবা, মেয়ে। বিয়ে বাড়ির আনন্দেও কাটেনি আতঙ্কের ছাপ। অন্ধকার সেই সময়ে বাবা এবং মেয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছেন একটা মিরাকেলের। বেঁচে ফিরতে পেরে বলছেন, মিরাকেল হয়েছে।
রবিবার মুম্বই থেকে অন্ডালগামী বিমানে চেপেছিলেন মণীন্দ্র ভার্মা এবং তাঁর মেয়ে টিয়া ভার্মা। দু'জনেই আসছিলেন এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে। অন্ডাল বিমানবন্দরে নেমে আসানসোলের বুধা এলাকায় বিয়েবাড়িতে যোগ দেওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু যাত্রাপথের ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়েছেন দু'জনে। মুম্বই থেকে অন্ডালগামী বিমানটিতে খারাপ আবহাওয়ার জেরে তীব্র ঝাঁকুনি শুরু হয়।
advertisement
আরও পড়ুন: গরমের ছুটিতে ১৮,৭৮০ টাকায় তিরুপতি বালাজি দর্শন, কীভাবে যাবেন? কোথায় থাকবেন? জানুন...
অন্ডাল বিমানবন্দরে অবতরণ করার কিছু সময় আগে আনুমানিক সন্ধ্যে ৬.৫০ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। ঘটনায় রীতিমতো বেঁচে ফেরার আশা ছেড়ে দিয়েছিলেন বাবা এবং মেয়ে। শুধু ভগবানের কাছে প্রার্থনা করেছেন একটা ম্যাজিকের। অবশেষে বেঁচে ফিরতে পেরেছেন। সামনে থেকে সেই ভয়ঙ্কর ঘটনা প্রত্যক্ষ করা বাবা এবং মেয়ে বলেন, 'কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে বিমানে তীব্র ঝাঁকুনি শুরু হয়। অনেকেই আছাড় খেয়ে নিচে পড়ে যান। সকলের খাবার, গুরুত্বপূর্ণ নথিপত্র-সবই নিচে পড়ে যায়। সকলেই আতঙ্কে চিৎকার করছিলেন।'
advertisement
advertisement

সোমবারই বিমান বিপত্তির একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। বিমানের এক যাত্রী ক্যামেরাবন্দি করেন সেই ঘটনা। মাত্র কিছুক্ষণের সেই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে ঘটনার ভয়াবহতা, আকস্মিকতা। কীভাবে যাত্রীরা আতঙ্কিত হয়েছিলেন, সেই ছবি ধরা পড়েছে। সকলকেই দেখা গিয়েছে চিৎকার করতে। অন্যদিকে, বিমানসেবিকারা সকল যাত্রীদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন। ভিডিওটিতে দেখা গিয়েছে, বিমানের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বিভিন্ন জিনিসপত্র। যাত্রীদের ব্যাগ থেকে শুরু করে খাবার এবং অন্যান্য জিনিসপত্র বিমানে পড়ে থাকতে দেখা গিয়েছে।
advertisement
Extreme turbulence in a flight between Mumbai to Durgapur. I can feel what's going on in the minds of passengers when oxygen masks are coming down.
Airline was SpiceJet. Again it was B737 MAX. Never travelling in this aircraft. But thankfully no major accident. 🙏#SpiceJet pic.twitter.com/j7225Ag0UZ — Yuvraj Sharma (@SharmaYuv1) May 1, 2022
advertisement
আরও পড়ুন: দুর্গাপুরে অবতরণে বিরাট দুর্ঘটনার আশঙ্কা ছিল বিমানের, তদন্ত শুরু কেন্দ্রীয় সরকারের
ভিডিওটি দেখে অনেকের গা শিউরে উঠছেন সেই ভয়ঙ্কর সময়ের কথা ভেবে। তবে ভিডিওটি দেখে সকলেই বলছেন, ভগবানের অশেষ কৃপা এবং পাইলটের দক্ষতায় সকল যাত্রী প্রাণে বাঁচতে পেরেছেন। এই ঘটনার পর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফ থেকে। মাঝ আকাশে কেন বিপত্তির মুখে পড়ল বিমানটি, তা জানতে চাওয়া হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা তা নিয়ে বহু প্রশ্ন তুলছেন যাত্রী এবং তাদের পরিবারের সদস্যরা।
advertisement
তবে, সোমবার অন্ডালের কাজী নজরুল বিমানবন্দরে দেখা গিয়েছে অন্যদিনের মত স্বাভাবিক ছবি। যাত্রীদের দিল্লিগামী বিমান ধরার জন্য অপেক্ষা করতে দেখা গিয়েছে। আবার এই ঘটনার পর আহত যাত্রীদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস.অরুণ প্রসাদ এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি অভিষেক গুপ্তা। আপাতত জেলাজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু মুম্বই থেকে অন্ডালগামী বিমানের মাঝ আকাশের বিপত্তি।
advertisement
Nayan Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 02, 2022 6:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
SpiceJet Flight Turbulence|| বিয়েবাড়ির আনন্দেও কাটেনি আতঙ্ক! মুম্বই-অন্ডাল বিমানযাত্রীর ভয়াবহ অভিজ্ঞতা...