West Bengal Bangla News: দুর্গাপুরে অবতরণে বিরাট দুর্ঘটনার আশঙ্কা ছিল বিমানের, তদন্ত শুরু কেন্দ্রীয় সরকারের

Last Updated:

West Bengal Bangla News: ট্যুইট করে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, ''দুর্গাপুরে অবতরণের সময় একটি ফ্লাইট যে সমস্যার সম্মুখীন হয়েছিল এবং যাত্রীদের যে ক্ষতি হয়েছিল তা দুঃখজনক। ওই ঘটনার তদন্তে একটি দল গঠন করা হয়েছে।''

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#দুর্গাপুর: রবিবার ঝড়ের কবলে পড়েছিল মুম্বই থেকে দুর্গাপুরগামী বিমান। আর সেই সময়ে যেন ঝড় বয়ে গিয়েছিল বিমানের ভেতরেও। বিমানটিকে অবতরণ করানোর চেষ্টা করছিলেন বিমান চালক। কিন্তু ঝড়ের প্রকোপে তীব্র ঝাঁকুনিতে এলোমেলো হয়ে যায় বিমানের অভ্যন্তর। শেষ পর্যন্ত নির্বিঘ্নে অন্ডাল বিমানবন্দরে বিমান অবতরন করলেও ঝাঁকুনিতে আহত হন চল্লিশ জন যাত্রী। আর এই ঘটনা নিয়ে এবার মুখ খুললেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
ট্যুইট করে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, ''দুর্গাপুরে অবতরণের সময় একটি ফ্লাইট যে সমস্যার সম্মুখীন হয়েছিল এবং যাত্রীদের যে ক্ষতি হয়েছিল তা দুঃখজনক। ওই ঘটনার তদন্তে একটি দল গঠন করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্ব ও দক্ষতার সঙ্গে মোকাবিলা করা হচ্ছে। তদন্ত শেষ হলেই এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।''
advertisement
advertisement
এদিকে, ওই বিমানের যাত্রীদের মধ্যে ছিলেন মনীন্দ্র ভার্মা। মেয়েকে নিয়ে আসানসোলের গরাই রোডে এক বিয়ে বাড়িতে এসেছেন তিনি। জানালেন ওই সময়ের অভিজ্ঞতার কথা। মনীন্দ্র জানাচ্ছেন, সেই সময় সমস্ত যাত্রীরা শুধু প্রার্থনাই করছিলেন যাতে নির্বিঘ্নে বিমান অবতরণ করতে পারে। যারা সিট বেল্ট বাঁধেননি, তারা তীব্র ঝাঁকুনি সহ্য করতে না পেরে সিট থেকে কার্যত ছিটকে পড়েছিলেন। মনীন্দ্রর কথায়, ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হয়েছে সকলেই।
advertisement
তিনি জানিয়েছেন, মুম্বই ফেরার টিকিটও বিমানেই করা আছে তাঁর পরিবারের। কিন্তু এই ঘটনার পর বিমানে চাপতেই সকলে আতঙ্কিত হয়ে পড়েছেন বলে জানাচ্ছে মনীন্দ্র ভার্মা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Bangla News: দুর্গাপুরে অবতরণে বিরাট দুর্ঘটনার আশঙ্কা ছিল বিমানের, তদন্ত শুরু কেন্দ্রীয় সরকারের
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement