Summer Vacation Trip to Digha|| গরমের ছুটির ভিড় সামাল দিতে ছুটছে দিঘা স্পেশ্যাল ট্রেন, কখন-কোথা থেকে ছাড়বে জানেন?

Last Updated:

Digha Special Train: শুক্রবার থেকে কাণ্ডারি এক্সপ্রেসকে স্পেশ্যাল ট্রেন হিসেবে চালানো হবে। আগামী ২৭ জুন পর্যন্ত চলবে এই স্পেশ্যাল ট্রেন।

 অশনির কারণে প্রায় এক সপ্তাহ সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল৷ নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকেই পর্যটকদের লাগামহীন সমুদ্র স্নান৷
শনি রবিবার, ছুটির দিন না হলেও আজ সোমবার কাজের দিনেও পর্যটকদের ভিড় বেশ ভালই৷ ফাইল ছবি।
অশনির কারণে প্রায় এক সপ্তাহ সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল৷ নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকেই পর্যটকদের লাগামহীন সমুদ্র স্নান৷ শনি রবিবার, ছুটির দিন না হলেও আজ সোমবার কাজের দিনেও পর্যটকদের ভিড় বেশ ভালই৷ ফাইল ছবি।
#কলকাতা: গরমে দিঘায় বেড়াতে যাওয়ার জন্য সামার স্পেশ্যাল ট্রেন চালু করল ভারতীয় রেল। শুক্রবার থেকে কাণ্ডারি এক্সপ্রেসকে স্পেশ্যাল ট্রেন হিসেবে চালানো হচ্ছে। আগামী ২৭ জুন পর্যন্ত চলবে এই স্পেশ্যাল ট্রেন।
দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, সপ্তাহে চারদিন শুক্র, শনি, রবি ও সোমবার কাণ্ডারি এক্সপ্রেস সামার স্পেশ্যাল হিসেবে হাওড়া থেকে দিঘা এবং দিঘা থেকে হাওড়া চালানো হবে। রেল সূত্রে জানা গিয়েছে, মূলত দিঘা যাওয়ার জন্য চালু করা হয়েছে এই সামার স্পেশ্যাল ট্রেন। গরমের ছুটিতে যাতে পর্যটকদের চাপ সামাল দেওয়া যায়, তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে রেলের তরফে।  
advertisement
আরও পড়ুন: আম নয়, শুধু পাতা বিক্রি করেই লক্ষ লক্ষ টাকা আয় কৃষকের! কীভাবে জানেন?
সপ্তাহে চারদিন শুক্র, শনি, রবি ও সোমবার কাণ্ডারি এক্সপ্রেস সামার স্পেশ্যাল হিসেবে হাওড়া থেকে দিঘা এবং দিঘা থেকে হাওড়া চালানো হবে। ট্রেন ছাড়বে দুপুর নাগাদ, পৌঁছে যাবে সন্ধ্যার মধ্যেই।
advertisement
প্রসঙ্গত,  ২৯ এপ্রিল থেকে ৩ জুন পর্যন্ত প্রতি শুক্রবার কলকাতা স্টেশন থেকে একটি বিশেষ ট্রেন নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাবে। যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে হাওড়া-নিউ জলপাইগুড়ি স্পেশ্যাল ট্রেন চালু করেছে ভারতীয় রেল।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Summer Vacation Trip to Digha|| গরমের ছুটির ভিড় সামাল দিতে ছুটছে দিঘা স্পেশ্যাল ট্রেন, কখন-কোথা থেকে ছাড়বে জানেন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement