Duare Ration| Calcutta High Court: দুয়ারে রেশন প্রকল্পে কাটল বাধা, স্থগিতাদেশের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট

Last Updated:

ক্ষমতায় আসার পরই রাজ্যে দুয়ারে রেশন প্রকল্প চালু করার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Duare Ration| Calcutta High Court)৷

#কলকাতা: দুয়ারে রেশন (Duare Ration) প্রকল্পে স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)৷ তার ফলে এ দিন থেকেই দুয়ারে রেশন প্রকল্প চালু হওয়ার ক্ষেত্রে কোনও বাধাই থাকল না৷ দুয়ারে রেশন প্রকল্পে স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন রেশন ডিলার৷ যদিও সেই আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা৷
ক্ষমতায় আসার পরই রাজ্যে দুয়ারে রেশন (Duare Ration) প্রকল্প চালু করার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ এই প্রকল্পের বৈশিষ্টই হল, রেশন নিয়ে ক্রেতাদের বাড়ির কাছে পৌঁছে যাবেন রেশন ডিলাররা৷ কিন্তু এই প্রকল্পের উপরে স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন কয়েকজন রেশন ডিলার৷ যদিও সেই আবেদন গ্রহণ করতে চাননি বিচারপতি অমৃতা সিনহা৷
advertisement
advertisement
আদালতে রাজ্য সরকারের হয়ে সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, উপভোক্তাদের সুবিধার্থে এই প্রকল্প চালু করছে রাজ্য সরকার৷ ফলে তা তৃতীয় কোনও পক্ষ আটকে দিতে পারে না৷ খাদ্যমন্ত্রী রথীন ঘোষেরও দাবি, 'প্রকল্প চালু হওয়ার আগে আমরা সব রেশন ডিলারদের ডেকে প্রকল্প সম্পর্ক বুঝিয়েছি৷ তার পরেও কয়েকজন ডিলার আদালতের দ্বারস্থ হয়েছিলেন৷ মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের ভালর জন্যঅ এই কাজ শুরু করেছেন৷'
advertisement
আদালত মামলাকারীদের আবেদন খারিজ করে দেওয়ায় স্বস্তি পায় রাজ্য প্রশাসনও৷ এর পরই কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জেলায় শুরু হয়ে যায় দুয়ারে রেশন পরিষেবা৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Duare Ration| Calcutta High Court: দুয়ারে রেশন প্রকল্পে কাটল বাধা, স্থগিতাদেশের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট
Next Article
advertisement
ISF Left Front Alliance Talk: বিধানসভা ভোটে বামেদের সঙ্গেই জোট চায় আইএসএফ, আলিমুদ্দিনে আলোচনার পর জানালেন নওশাদ!
বিধানসভা ভোটে বামেদের সঙ্গেই জোট চায় আইএসএফ, আলিমুদ্দিনে আলোচনার পর জানালেন নওশাদ!
  • বাম-আইএসএফ জোট আলোচনা শুরু৷

  • আলিমুদ্দিন স্ট্রিটে বৈঠকে নওশাদ সিদ্দিকি৷

  • বৈঠকে উপস্থিত ছিলেন বিমান বসু, মহম্মদ সেলিম৷

VIEW MORE
advertisement
advertisement