Dilip Ghosh: বাংলার বাইরে বড় দায়িত্বে দিলীপ ঘোষ ? ফিরে পেতে পারেন দলীয় পদও
- Reported by:PARADIP GHOSH
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
আজ, বুধবার দিল্লির পথে দিলীপ। কেন্দ্রীয় নেতৃত্বের তলব। সেখানেই নির্ধারিত হবে প্রাক্তনের ভবিষ্যৎ ৷
পারাদীপ ঘোষ, কলকাতা: থিক থিকে ভিড়ে পা রাখাই মুশকিল। সল্টলেকে বিজেপি দফতরে কর্মী অনুরাগীরা ততক্ষণে ফুলে, স্লোগানে আগলে নিয়েছেন তাঁকে। আসানসোল, নদিয়া, মেদিনীপুর থেকে আসা দলীয় কর্মীরা সবাই একবার তাঁর সঙ্গে কথা বলতে চান। কোনওক্রমে একটা চেয়ার চেয়ে নিয়ে তার উপরে উঠে দাঁড়িয়ে বলতে শুরু করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, ‘‘২০১৯ এর নির্বাচনের আগের উন্মাদনা কর্মীদের মধ্যে ফিরিয়ে আনতে হবে! ২৬-এর ভোট পর্যন্ত জিইয়ে রাখতে হবে সেই জোশ। নতুন সভাপতি যখন যে জেলায় যাবেন, একেবারে অন্য জেলার সঙ্গে টক্কর দিয়ে তাকে সমর্থন জানাতে হবে। শমীক ভট্টাচার্য জিন্দাবাদ।’’
দীর্ঘ কয়েক বছরের ব্যবধানে মঙ্গলবার সল্টলেকে বিজেপি দফতরে পা রাখেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। বর্তমানের সঙ্গে কথাবার্তা ফোনেই সাড়া হয়ে গিয়েছিল। সংক্ষিপ্ত সাক্ষাৎকার, সৌজন্য বিনিময়। তারপরেই সিঁড়ি বেয়ে নেমে কর্মীদের ভিড়ে মিশে গেলেন তিনি ৷
advertisement
advertisement

আজ, বুধবার দিল্লির পথে দিলীপ। কেন্দ্রীয় নেতৃত্বের তলব। সেখানেই নির্ধারিত হবে প্রাক্তনের ভবিষ্যৎ ৷ বিজেপির অন্দরে কান পাতলে কি হয়, কি হয়! আসলে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দলের কাছে শাঁখের করাত! যেতেও কাটেন, আসতেও কাটেন! দিন শেষে তাই তাঁকে উপেক্ষা করা মুশকিল। দিলীপ কখন কী বলে বসবেন, সামাল দিতে হিমশিম খাওয়ার জোগাড়! এই অবস্থায় সমঝোতা সূত্র বার করার চেষ্টায় বেলাগাম দিলীপকে দিল্লি ডেকে পাঠিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব! সূত্রের খবর, সেখানে আলোচনা কোন দিকে গড়ায় তার উপরেই অনেকাংশে নির্ভর করছে দিলিপের রাজনৈতিক দিক ভবিষ্যৎ! তবে একইসঙ্গে বৈঠকে তাঁর সাম্প্রতিক কর্মকাণ্ড ও বিতর্কিত মন্তব্যের বিষয়েও দিলীপের মতামত/যুক্তি জানতে চাওয়া হবে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে।
advertisement
সম্ভাবনা ১, বিজেপির নতুন কেন্দ্রীয় কমিটিতে দিলীপকে আবারও সহ-সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে ফিরিয়ে বাংলার বাইরে কোন রাজ্যের দায়িত্ব দিয়ে আপাতত ২০২৬ এর বিধানসভা নির্বাচনটুকু উতরে যাওয়া!
advertisement

সম্ভাবনা ২, রাজ্য বিজেপির দৈনিক কর্মকাণ্ডে গুরুত্ব সহকারে তাকে ফিরিয়ে এনে কোনও নির্দিষ্ট দায়িত্ব দিয়ে দেওয়া।
রাজ্যের বাইরে সম্ভবত ত্রিপুরার দায়িত্ব পেতে পারেন দিলীপ। পড়শী রাজ্যের পর্যবেক্ষকের পদে বসানো হতে পারে এই রাজ্যের প্রাক্তনকে। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতিকে সেই ইঙ্গিত দেওয়াও হয়েছে। দিলীপের যে তাতে খুব আপত্তি রয়েছে, তা নয়! সবটাই নির্ভর করছে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রফা, আলোচনা কোন খাতে বয় তার উপর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 09, 2025 6:06 AM IST










