Dilip Ghosh: ত্রিপুরায় কাদের পাঠিয়েছে তৃণমূল? দিলীপ ঘোষের দাবিতে বিতর্ক
- Published by:Suman Biswas
Last Updated:
Dilip Ghosh: তৃণমূল নেতাদের চোর ডাকাত বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
#কলকাতা: 'ত্রিপুরাতে চোর-ডাকাতরা গেছে দেখুন।যত দাগী নেতাদের ত্রিপুরাতে পাঠিয়েছে। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে।' সোমবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে সোজাসাপ্টা আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।প্রতিদিন সকালবেলা প্রাতঃভ্রমণে বেরিয়ে ফেরার পথে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। কয়েকদিন ধরে বিজেপি দলের অন্দরে নিজেদের মধ্যে আর্থিক কেলেঙ্কারি নিয়ে যে কাদা ছোঁড়াছুঁড়ি চলছে, সেই বিষয় নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ সরাসরি তৃণমূল কংগ্রেসকে এই ভাবে আক্রমণ করেন। তিনি বলেন, ''বাজারে অনেক ভিডিও অডিও ঘুরে বেড়ায়, সবসময় তার সত্যতা প্রমাণ হয় না। তিনি এও বলেন বিভিন্ন অর্থে এবং বিভিন্ন স্বার্থে কেউ কেউ এটা করে থাকেন। অনেকে দলে এসেছেন, যারা পার্টির ভাবমূর্তি নষ্ট করবার জন্য এগুলো করছেন। সে বিষয় নিয়ে দল, দলের মত করেই চলবে।''
২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে থেকেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি নিয়ে ব্যাপক আকারে প্রচারে নেমেছিলেন দিলীপ ঘোষরা। কিন্তু সেই বিজেপি-র অন্দরে যখন আর্থিক কেলেঙ্কারি এবং দুর্নীতির অভিযোগ উঠছে তখন দিলীপ ঘোষ আবার আগের ফিরলেন তৃণমূলেই।
advertisement
advertisement
দিলীপ ঘোষ বারেবারে মনে করিয়ে দিলেন রাজ্য সরকারের যে সমস্ত নেতা নেত্রীরা রয়েছেন তাদের বেশির ভাগের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। তিনি কুণাল ঘোষকে উদ্দেশ্য করে বললেন, আর্থিক দুর্নীতির দায়ে জেল খাটা নেতারা ত্রিপুরায় ভিড় করছে। বিজেপি যে ত্রিপুরার মাটিতে তৃণমূলকে ছেড়ে কথা বলবে না, তা দিনদিন আরও স্পষ্ট হচ্ছে। ত্রিপুরা পুরভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের উপর বিজেপি-র আক্রমণের অভিযোগ উঠছে প্রতিদিন। এই বিষয়ে জানতে চাওয়া হলে একদিন, দিলীপ ঘোষ বলেন , ''তৃণমূল এখানে বিরোধীদের সভা করতে দেয় না। আর ওখানে গুণ্ডাদের পাঠিয়ে ঝামেলা পাকানোর চেষ্টা করছে। ত্রিপুরার মানুষ তার জবাব দিচ্ছেন এবং দেবেন।''
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 15, 2021 3:21 PM IST