Dilip Ghosh: 'পিঠের চামড়া দিয়ে জুতো...'! সৌগত রায়কে পাল্টা হুঁশিয়ারি দিলীপের, পৈলানে দিলেন 'পুকুর ছেঁচা' ব্যাখ্যা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Dilip Ghosh: শুক্রবার পৈলানে দলীয় এক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের তৃণমূলীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি, 'অনেকে বলছেন বদলা হবে। লোকে সবে হাত পাকানো শুরু করেছে। মার পড়লে পালানোর জায়গা পাবে না। মার পড়লে হাসপাতালে ভর্তির জায়গাও পাবে না'।
#কলকাতা: সৌগত রায়কে হুঁশিয়ারির সুরে জবাব দিলীপ ঘোষের। চলতি মাসের ১৩ তারিখ কামারহাটিতে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছিলেন,' যারা আমাদের সমালোচনা করছে। সেই সমস্ত সমালোচকদের পিঠের চামড়া দিয়ে জুতো বানানো হবে'। সৌগত রায়ের এই বক্তব্য উল্লেখ করে দিলীপ ঘোষের পাল্টা হুঁশিয়ারি, 'সব হিসেব হবে, সুদে আসলে হিসেব হবে। কোনও পুলিশ বাঁচাতে আসবে না'।
শুক্রবার পৈলানে দলীয় এক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের তৃণমূলীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি, 'অনেকে বলছেন বদলা হবে। লোকে সবে হাত পাকানো শুরু করেছে। মার পড়লে পালানোর জায়গা পাবে না। মার পড়লে হাসপাতালে ভর্তির জায়গাও পাবে না'। এ দিনের প্রতিবাদ কর্মসূচি থেকে দিলীপ ঘোষের হুঙ্কার,'ভারতবর্ষ জুড়ে শুদ্ধিকরণ শুরু হয়েছে। এই যজ্ঞে অনেকের আহুতি হয়ে যাবে'।
advertisement
advertisement
পাশাপাশি শাসক দলের নেতা-মন্ত্রীদের একাধিক দুর্নীতি ইস্যুতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত প্রক্রিয়াকে পুকুর ছেঁচার সঙ্গে তুলনা করে দিলীপ ঘোষের ইঙ্গিতপূর্ণ বক্তব্য,'পুকুর ছেঁচা শুরু হলে পুঁটি শোল কেউ বাদ পড়বে না। কেন্দ্রীয় তদন্তকারীরা ঠিক করেছে, এক কুইন্টালের নীচে কাউকে তুলবে না'। প্রসঙ্গত, সিবিআইকে নিয়ে ক্ষোভ প্রকাশ করে সেটিং তত্ত্বে কয়েকদিন আগে বিস্ফোরক অভিযোগ সামনে এনেছিলেন দিলীপ ঘোষ। পৈলানের রাজনৈতিক কর্মসূচি থেকে ফের সিবিআইয়ের প্রতি নিজের আস্থা অটুট রাখলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। আর দিলীপ ঘোষের সিবিআই সম্পর্কে মন্তব্য থেকে ভোলবদলকে বিরোধী শিবির বলছে,'দিল্লির নেতাদের কাছে ধমক খাওয়ার পরই নিজের অবস্থান বদলেছেন দিলীপ ঘোষ'।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 26, 2022 9:29 PM IST