Anubrata Mandal Weight Loss: ১৫ দিনে ওজন কমে ১০৯! হাজতবাসে অনুব্রতর শারীরিক পরিস্থিতির আপডেট

Last Updated:

Anubrata Mandal Weight Loss: ইডি হেফাজতে পার্থরও ওজন কমেছিল। ভুবনেশ্বর এইমসের মেডিক্যাল রিপোর্টে উল্লেখ ছিল পার্থর ওজন ১১১ কেজি। দিন পনেরো পর জোকা ইএসআইতে তাঁর শারীরিক পরীক্ষার রিপোর্টে দেখা যায় ওজন কমে গিয়েছে ১০৮। তবে অনুব্রতর ওজন বেশ অনেকটাই কমে গিয়েছে।

সিবিআই থেকে জেল হাজত, ওজন ঝরল অনুব্রতর!
সিবিআই থেকে জেল হাজত, ওজন ঝরল অনুব্রতর!
#আসানসোল: টানা ১৪ দিন CBI হেফাজতের পর এবার জেল হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল৷ আসানসোল জেলে আগামী ১৪ দিন অর্থাৎ ৭ সেপ্টেম্বর পর্যন্ত থাকবেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল ৷ সিবিআই-এর বিশেষ আদালতের নির্দেশে প্রতি ৪৮ ঘণ্টা অন্তর হচ্ছে তাঁর স্বাস্থ্য পরীক্ষা৷ গত স্বাস্থ পরীক্ষায় জানা গিয়েছে তাঁর ওজন কমেছে বেশ খানিকটা৷
জানা গিয়েছে, গত ১৫ দিনে অনুব্রত মণ্ডলের ৩ কেজি ওজন কমে গিয়েছে ১১২ কেজি থেকে কমে এখন তাঁর ওজন দাঁড়িয়েছে ১০৯ কেজি৷ যদিও সূত্রের খবর অনুব্রত মণ্ডলের কথায় ওজন কমেছে ৯ কিলো। বৃহস্পতিবার অনুব্রতর শারীরিক পরীক্ষা হয়। সেখানে দেখা যায় তাঁর ওজন ঠিক দাঁড়িয়েছে ১০৯ কেজি ৯০০ গ্রাম! যে নার্স অনুব্রতর ওজন মাপেন তিনি সে কথা বলতেই নাকি অনুব্রত বলে ওঠেন, 'আমার তো ১২০ কেজি ছিল। তাহলে কমে গিয়েছে।'
advertisement
advertisement
বৃহস্পতিবার অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা করে দেখা গিয়েছে, প্রেসার ১৪০–১০০ স্বাভাবিকের থেকে একটু বেশি। সুগার টেস্ট ও করা হয়। ফিসচুলা আক্রান্ত তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি। তাঁকে পরীক্ষা করেন শল্য চিকিৎসক। অনুব্রত তাঁকে জানান, গতকালও শৌচকর্মের সময়ে রক্ত পড়েছে। একবার এক্সরে করার কথা ভাবা হলেও সব পরীক্ষার পর তার আর প্রয়োজনীয়তা মনে করেননি চিকিৎসকরা।
advertisement
. .
ইডি হেফাজতে পার্থরও ওজন কমেছিল। ভুবনেশ্বর এইমসের মেডিক্যাল রিপোর্টে উল্লেখ ছিল পার্থর ওজন ১১১ কেজি। দিন পনেরো পর জোকা ইএসআইতে তাঁর শারীরিক পরীক্ষার রিপোর্টে দেখা যায় ওজন কমে গিয়েছে ১০৮। তবে অনুব্রতর ওজন বেশ অনেকটাই কমে গিয়েছে।
advertisement
অনুব্রতর শারীরিক অসুস্থতার কথা চিন্তা করে আপাতত জেলের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে তাঁকে৷ এমনকি তাঁর স্বাস্থ্যের কথা ভেবে জেলের ভেতর আনা হচ্ছে অক্সিজেন সিলিন্ডারও৷ অন্যদিকে শুক্রবার কৌশিকী অমাবস্যায় জেল হেফাজতেই মাতৃ আরাধনা করেন অনুব্রত। সম্পূর্ণ নিরামিষ খাবার খান।
আসানসোল সংশোধনাগারে কমোড শৌচাগারের ব্যবস্থা রয়েছে। অনুব্রত মণ্ডল চাইলে তা ব্যবহার করতে পারেন। জেল কর্তৃপক্ষ এমনই জানিয়েছেন। এই পরিস্থিতিতে অনুব্রত মণ্ডলের শারীরিক পরীক্ষার জন্য সংশোধনাগার কর্তৃপক্ষ তাঁকে আসানসোল জেল হাসপাতালে নিয়ে আসে। জরুরি বিভাগের পাশে ‘ইমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডে’ তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শীতাতপ নিয়ন্ত্রিত ওই ঘরে আনা হয় ইসিজি মেশিন, অক্সিজেন সিলিন্ডার–সহ প্রয়োজনীয় সামগ্রী।
advertisement
এদিন হাসপাতালের সুপার পরিষ্কার জানিয়ে দেন, চিকিৎসকদের কাছে প্রাথমিক ভাবে যান গেছে অনুব্রত মণ্ডলের তেমন কোনও জটিল সমস্যা নেই। আপাতত অস্ত্রোপচারেরও দরকার নেই অনুব্রত মণ্ডলের। পরীক্ষায় সবই নর্ম্যাল পাওয়া গিয়েছে।' তবে গত ১৫ দিনে তাঁর ওজন কমে হয়েছে ১০৯ কেজি। তাঁর বেশ কিছু রোগ ইতিমধ্যেই আছে। তবে নতুন করে কোনও শারীরিক অবনতির আশঙ্কা করছেন না সংশ্লিষ্ট চিকিৎসকেরা।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mandal Weight Loss: ১৫ দিনে ওজন কমে ১০৯! হাজতবাসে অনুব্রতর শারীরিক পরিস্থিতির আপডেট
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement