Exclusive: নিয়োগ পরীক্ষায় অভিনব 'দুর্নীতির' অভিযোগ, CFSL পরীক্ষার নির্দেশ হাই কোর্টের

Last Updated:

Exclusive: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য,  কেঁচো খুঁড়তে সাপ বেরোবে হয়ত এবার...।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#কলকাতা: পরীক্ষায় ব্যবহার হওয়া কলম এবং আসল উত্তরপত্র ফরেনসিক পরীক্ষা। সাম্প্রতিক সময়ে নজিরবিহীন নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।  মাদ্রাসা সার্ভিস কমিশন আজ পরীক্ষার্থীর আসল OMR শিট এজলাসে পেশ করে।  পরীক্ষার্থী আবদুল হামিদের ব্যবহার হওয়া  কালো বল কলম( black ball pen) জমা পড়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় এজলাসে। এই দুই জিনিস CFSL অধিকর্তাকে পরীক্ষার নির্দেশ দেওয়া হয়।
মুর্শিদাবাদের কর্মশিক্ষা বিষয়ে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষার্থী আব্দুল হামিদ।মাদ্রাসা সার্ভিস কমিশনের এই নিয়োগ প্রক্রিয়ায় চাঞ্চল্যকর অভিযোগ তাঁর।  উত্তরপত্র বাতিল করতে অভিনব পন্থা নেওয়ার অভিযোগ আনে সে। ২০১৩ সালের নিযোগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি।১৭ জানুয়ারি ২০২১ পরীক্ষা হয় মাদ্রাসা সার্ভিস কমিশনের। আব্দুল হামিদ পরীক্ষার্থী পরীক্ষার বিষয় হিসেবে ৭ নং দাগে গোল দাগ দেয় অপশন A এবং B  তে। কিন্তু কোনভাবেই সে C অপশনে গোল দাগ দেয়নি বলে তাঁর দাবি। অথচ C অপশনে দাগ দিয়ে উত্তরপত্রটি বাতিল করার অভিযোগ করা হয় মামলায়।
advertisement
advertisement
আসল OMR শিট পেশ করেন আজ আদালতে মাদ্রাসা সার্ভিস কমিশন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য,"উত্তরপত্রে পরীক্ষার্থীর অন্যান্য সব অপশনে গোল দাগ একই রকম। শুধু C অপশনে অন্যরকম গোল দাগ কেন হবে? পরীক্ষার্থী যে কলমে গোল দাগ দেন তা আদালতে নিয়ে এসেছেন পরীক্ষার্থী। সেই কলমের কালি সঙ্গে কেন মিলিয়ে দেখবে না কোনও সংস্থা?'' বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য,  কেঁচো খুঁড়তে সাপ বেরোবে হয়তো এবার...।"
advertisement
আদালত CFSL কে দিয়ে উত্তরপত্র পরীক্ষা করতে চায়। যদিও মাদ্রাসা সার্ভিস কমিশন আইনজীবী তীব্র আপত্তি করেন এমন ফরেনসিক পরীক্ষার। ১১ অগাস্ট ২০২১ রেজাল্ট প্রকাশ হয় মাদ্রাসা সার্ভিস কমিশনের। আব্দুল হামিদ আইনজীবী ফিরদৌস সামিম জানান, "বিচারপতি গঙ্গোপাধ্যায় ফরেনসিক পরীক্ষার জন্য OMR শিট ও কলম সিএফএসএল কাছে পাঠিয়েছে।
advertisement
শিক্ষা আঙিনায় নিয়োগ নিয়ে চলা পরিস্থিতির কথা বিবেচনা করে এই নির্দেশ দিয়েছে আদালত। "দসিএফএসএল কে ২৮ সেপ্টেম্বর মধ্যে প্রাথমিক রিপোর্ট  দিতে হবে।" রিপোর্টে থাকবে,আব্দুল হামিদের পরীক্ষার ব্যবহার করা পেনের কালি OMR শিটে C অপশনে ব্যবহার হয়েছে কিনা।উত্তরপত্রে সমস্ত গোল মার্কের Writing Pressure এক কিনা। সমস্ত গোল মার্ক একই রকমের কিনা। ৭ নং বক্সের C অপশনের গোল মার্ক আলাদা কিনা। কালো কালির রসায়নিক উপাদান  প্রত্যেকটার এক কিনা। আব্দুল হামিদ জানান, শেষ চাকরি প্রাপকের নম্বর ৫৯ আর তিনি পেয়েছেন ৬৫। তাঁকে বাদ দিতেই উত্তরপত্রটি বাতিল দেখাতে C অপশনে গোল দাগ দেওয়া হয়েছে। এরকম অনেককেই ঠকানো হয়েছে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Exclusive: নিয়োগ পরীক্ষায় অভিনব 'দুর্নীতির' অভিযোগ, CFSL পরীক্ষার নির্দেশ হাই কোর্টের
Next Article
advertisement
Bihar Assembly Election Dates 2025: দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
  • বিহারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের৷

  • নভেম্বর মাসে দু দফায় হবে ভোটগ্রহণ৷

  • ১৪ নভেম্বর বিহার বিধানসভা ভোটের ফল ঘোষণা৷

VIEW MORE
advertisement
advertisement