কলকাতায় ভুয়ো বিশ্ববিদ্যালয়! মঞ্জুরি কমিশনের তালিকায় রাজ্যের দু-দুটি বিশ্ববিদ্যালয়! দেখুন তালিকা

Last Updated:

Fake University: সারা দেশের মোট ২১ টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো ঘোষণা করা হয়েছে। রাজ্যে দুই ভুয়ো বিশ্ববিদ্যালয়! কলকাতা চৌরঙ্গির 'ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন' এবং 'ঠাকুরপুকুরের ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন এন্ড রিসার্চ'।

কলকাতায় ভুয়ো বিশ্ববিদ্যালয়
কলকাতায় ভুয়ো বিশ্ববিদ্যালয়
#নয়াদিল্লি : রাজ্যের দুটি স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানকে 'ভুয়ো' ঘোষণা করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তার মধ্যে রয়েছে চৌরঙ্গির 'ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন' এবং ঠাকুরপুকুরের 'ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ'। সারা দেশের মোট ২১টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তরফে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আইন কানুন না মেনে চলায় এই প্রতিষ্ঠানগুলিকে ভুয়ো ঘোষণা করা হয়েছে। আজ বিজ্ঞপ্তি জারি করে জানালো ইউজিসি। ২১টি বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দিতেই নারাজ ইউজিসি। নিজেদের আইন এবং বিধি দ্বারা পরিচালিত এই বিশ্ববিদ্যালয়গুলিকে ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, সবচেয়ে বেশি বিশ্ববিদ্যালয় চিহ্নিত হয়েছে দিল্লিতে। দেশের রাজধানীর মোট ৮টি বিশ্ববিদ্যালয় কে ভুয়ো ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
advertisement
উত্তরপ্রদেশের চারটি প্রতিষ্ঠানকে ঘোষণা করা হয়েছে ইউজিসির তরফে। দিল্লি সরকারের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ পাবলিক অ্যান্ড ফিজিক্যাল হেলথ সায়েন্স, কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, ভোকেশনাল ইউনিভার্সিটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর সেলফ এমপ্লয়মেন্ট, আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়কে ভুয়ো ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
advertisement
কেরলের সেন্ট জোনস, মহারাষ্ট্রের রাজা আরাবিক ইউনিভার্সিটি, কে ভুয়ো ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। দিল্লি সরকারের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ পাবলিক অ্যান্ড ফিজিক্যাল হেলথ সায়েন্স, কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, ভোকেশনাল ইউনিভার্সিটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর সেলফ এমপ্লয়মেন্ট, আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়কে ভুয়ো ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। কেরলের সেন্ট জোনস, মহারাষ্ট্রের রাজা আরাবিক ইউনিভার্সিটিকে ভুয়ো ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
advertisement
উত্তরপ্রদেশের মোট চারটি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের গান্ধি হিন্দি বিদ্যাপীঠ, কানপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ইলেক্ট্রো কমপ্লেক্স, সুভাষচন্দ্র বোস মুক্ত বিশ্ববিদ্যালয়, ফৈজাবাদের ভারতীয় শিক্ষা পরিষদকে ঘোষণা করা হয়েছে। ওড়িশার দুটি, অন্ধপ্রদেশের একটি এবং পুদুচেরির একটি শিক্ষা প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
কলকাতায় ভুয়ো বিশ্ববিদ্যালয়! মঞ্জুরি কমিশনের তালিকায় রাজ্যের দু-দুটি বিশ্ববিদ্যালয়! দেখুন তালিকা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement