Sundarban: সুন্দরবনে লাফিয়ে লাফিয়ে বাড়ল ৫ প্রজাতির মাছরাঙা! কোনটির কত? জানলে মন ভাল হয়ে যাবে আপনারও

Last Updated:
সুন্দরবনে বাড়ল পাঁচ প্রজাতির মাছরাঙার সংখ্যা। চলতি বছরের জানুয়ারি মাসের পাখি শুমারির বিস্তারিত রিপোর্ট বৃহস্পতিবার প্রকাশ করেছে সুন্দরবন টাইগার রিজার্ভ।
1/6
সুন্দরবনে বাড়ল পাঁচ প্রজাতির মাছরাঙার সংখ্যা। চলতি বছরের জানুয়ারি মাসের পাখি শুমারির বিস্তারিত রিপোর্ট বৃহস্পতিবার প্রকাশ করেছে সুন্দরবন টাইগার রিজার্ভ। সেখানেই দেখা গিয়েছে গত তিন বছরে সাতটির মধ্যে পাঁচটি প্রজাতির মাছরাঙাকে অনেক বেশি সংখ্যায় দেখা গিয়েছে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
সুন্দরবনে বাড়ল পাঁচ প্রজাতির মাছরাঙার সংখ্যা। চলতি বছরের জানুয়ারি মাসের পাখি শুমারির বিস্তারিত রিপোর্ট বৃহস্পতিবার প্রকাশ করেছে সুন্দরবন টাইগার রিজার্ভ। সেখানেই দেখা গিয়েছে গত তিন বছরে সাতটির মধ্যে পাঁচটি প্রজাতির মাছরাঙাকে অনেক বেশি সংখ্যায় দেখা গিয়েছে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
2/6
দেশে ১২ রকম প্রজাতির মাছরাঙা রয়েছে। তবে শুধু সুন্দরবনেই রয়েছে যায় সাত রকম প্রজাতির মাছরাঙা। সুন্দরবনে মাছরাঙার সংখ্যা যে বেড়েছে, তা ম্যানগ্রোভ জঙ্গল, নদী, খাঁড়ি এলাকায় খালি চোখে বোঝা যাচ্ছে। জানা গিয়েছে, সুন্দরবনে বেড়েছে পাঁচ প্রজাতির মাছরাঙার সংখ্যা।
দেশে ১২ রকম প্রজাতির মাছরাঙা রয়েছে। তবে শুধু সুন্দরবনেই রয়েছে যায় সাত রকম প্রজাতির মাছরাঙা। সুন্দরবনে মাছরাঙার সংখ্যা যে বেড়েছে, তা ম্যানগ্রোভ জঙ্গল, নদী, খাঁড়ি এলাকায় খালি চোখে বোঝা যাচ্ছে। জানা গিয়েছে, সুন্দরবনে বেড়েছে পাঁচ প্রজাতির মাছরাঙার সংখ্যা।
advertisement
3/6
সব থেকে বেশি দেখা গিয়েছে ব্ল্যাক ক্যাপড কিংফিশার। ২০২৩ সালে ৩৬টি এই প্রজাতির মাছরাঙা দেখা গিয়েছিল। পরের বছর বেড়ে হয় ৪৫। সেই জায়গায় ২০২৫ সালে ২০৭টি ব্ল্যাক ক্যাপড কিংফিশার দেখা গিয়েছে।
সব থেকে বেশি দেখা গিয়েছে ব্ল্যাক ক্যাপড কিংফিশার। ২০২৩ সালে ৩৬টি এই প্রজাতির মাছরাঙা দেখা গিয়েছিল। পরের বছর বেড়ে হয় ৪৫। সেই জায়গায় ২০২৫ সালে ২০৭টি ব্ল্যাক ক্যাপড কিংফিশার দেখা গিয়েছে।
advertisement
4/6
৭৫টি কলার্ড বা কণ্ঠী কিংফিশার দেখা গিয়েছে। গতবার ১১টি দেখা গিয়েছিল। বেশিরভাগ ক্ষেত্রেই এই মাছরাঙা নজরে এসেছে তাদের শিকার ধরার সময়ে।
৭৫টি কলার্ড বা কণ্ঠী কিংফিশার দেখা গিয়েছে। গতবার ১১টি দেখা গিয়েছিল। বেশিরভাগ ক্ষেত্রেই এই মাছরাঙা নজরে এসেছে তাদের শিকার ধরার সময়ে।
advertisement
5/6
একটি স্টর্ক বিল্ড কিংফিশার দেখা গিয়েছে গোটা সুন্দরবনে। এছাড়াও কম দেখা গিয়েছে ব্রাউন উইংগড কিংফিশার। এই পাখিদের সংরক্ষণ বা তাদের উপর নজরদারি করা জরুরি বলে মনে করছেন টাইগার রিজার্ভের কর্তারা।
একটি স্টর্ক বিল্ড কিংফিশার দেখা গিয়েছে গোটা সুন্দরবনে। এছাড়াও কম দেখা গিয়েছে ব্রাউন উইংগড কিংফিশার। এই পাখিদের সংরক্ষণ বা তাদের উপর নজরদারি করা জরুরি বলে মনে করছেন টাইগার রিজার্ভের কর্তারা।
advertisement
6/6
সাতটির মধ্যে পাঁচটি প্রজাতির মাছরাঙার সংখ্যা বাড়লেও বাকি দুটি প্রজাতির মাছরাঙার সংখ্যা কি কমে যাচ্ছে বা অল্প সংখ্যায় রয়েছে কি না, তা নির্দিষ্টভাবে বলতে গেলে আরও কয়েক বছর ডেটা সংগ্রহ করতে হবে। তারপর এই ব্যাপারে নিশ্চিত হবেন কর্মকর্তারা। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
সাতটির মধ্যে পাঁচটি প্রজাতির মাছরাঙার সংখ্যা বাড়লেও বাকি দুটি প্রজাতির মাছরাঙার সংখ্যা কি কমে যাচ্ছে বা অল্প সংখ্যায় রয়েছে কি না, তা নির্দিষ্টভাবে বলতে গেলে আরও কয়েক বছর ডেটা সংগ্রহ করতে হবে। তারপর এই ব্যাপারে নিশ্চিত হবেন কর্মকর্তারা। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
advertisement
advertisement