Bakery Food : কেক, প্যাটিস আনতে আর বাইরে যেতে হবে না! সাগরে বসেই মিলবে টাটকা মাল, টাকা আসবে মহিলাদের হাতেও
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Bakery Food : আর বাইরে থেকে সাগরে আনতে হবেনা রুটি, কেক সহ অন্যান্য বেকারি সামগ্রী। ৯০ লক্ষ টাকা ব্যায়ে নির্মান করা হয়েছে সাগর ইউরো বেকারি। এখানেই মিলবে সব সামগ্রী।
সাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: আর বাইরে থেকে সাগরে আনতে হবেনা পাউরুটি, কেক সহ অন্যান্য বেকারি সামগ্রী। ইউরোপের দু’টি দেশ জার্মানি ও নেদারল্যান্ডসের আর্থিক সহযোগিতায় ৯০ লক্ষ টাকা ব্যায়ে নির্মান করা হয়েছে সাগর ইউরো বেকারি। এই বেকারি থেকে সমস্ত রকমের বেকারি সামগ্রী মিলবে।
পাউরুটি, কেক, প্যাটিস, বিস্কুট সহ সমস্ত কিছু উৎপাদিত হবে সেখানে। প্রথমে কম পরিমাণে খাদ্য সামগ্রী উৎপাদন করে পরীক্ষামূলক ভাবে এই বেকারির কাজ দেখে নেওয়া হয়। এরপর পুরোদমে কাজ শুরু হয়েছে।
আরও পড়ুন : এ যেন জীবন্ত লক্ষ্মীর আরাধনা! মেয়েকে দেবীরূপে পুজো করলেন মা! শ্বশুর পুজো করেছিলেন বৌমার
এই বেকারি হওয়ার ফলে সাধারণ মানুষজন খুবই উপকৃত হবেন। তাঁরা এখানে কাজ পাবেন। এছাড়াও অন্যান্য খাদ্যসামগ্রী সুলভে পাবেন। প্রথম ধাপে সাগর দ্বীপের প্রায় ৫০ জন মহিলা এই বেকারিতে কাজ শুরু করেছেন। পরে আরও মহিলাদের এখানে নিয়োগ করা হবে।
advertisement
advertisement
আরও পড়ুন : মুড়ি ব্যবসার শ্রীবৃদ্ধি চেয়ে পুজো শুরু! ধনদেবীর কৃপায় আজ রাইসমিলের মালিক! দু’ভাইয়ের পুজোর কাহিনী অবাক করবে
এই বেকারি তৈরি নিয়ে আশাবাদী উদ্যোক্তারা। এ নিয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে অংশুমান দাস জানিয়েছেন, ইউরোপের দু’টি দেশ জার্মানি ও নেদারল্যান্ডস এই প্রকল্পের জন্য অর্থ সাহায্য করলেও এখান থেকে যে অর্থ পাওয়া যাবে তা ব্যায় করা হবে স্থানীয় মানুষজনের জীবনধারণের মান উন্নত করার জন্য।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই প্রকল্প সাগরদ্বীপের বেকারি শিল্পে বিপ্লব আনবে বলে মনে করছেন সকলেই। এই প্রকল্পে কাজ পাওয়া এক কর্মী সম্পা দাস জানিয়েছেন, প্রকল্পে তাঁর মত অনেক মহিলা কাজ পেয়েছেন। সকলেই নিজের পায়ে দাঁড়াতে পারবেন এবার। পরে আরও অনেক মহিলা নেওয়া হবে। যার ফলে তাঁরা খুবই খুশি। এই বেকারি কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বেকারি শিল্পেও বিপ্লব ঘটাবে প্রত্যন্ত এই দ্বীপে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
October 06, 2025 11:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bakery Food : কেক, প্যাটিস আনতে আর বাইরে যেতে হবে না! সাগরে বসেই মিলবে টাটকা মাল, টাকা আসবে মহিলাদের হাতেও