North Bengal Disaster: দার্জিলিং ভ্রমণে গিয়ে ভয়াবহ বিপর্যয়, আটকে মুর্শিদাবাদের ১৮ জন আইনজীবী ও ল-ক্লার্ক 

Last Updated:
North Bengal- উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়ের মাঝেই দার্জিলিংয়ে আটকে ১৮ জন আইনজীবী ও ল-ক্লার্ক। গত বৃহস্পতিবার রাতে ফরাক্কা থেকে ট্রেনে করে শিলিগুড়ি, সেখান থেকে ছোট গাড়ি করে দার্জিলিংয়ের মল রোডে শুক্রবার পৌঁছন মুর্শিদাবাদের জঙ্গীপুর মহকুমা বিভিন্ন এলাকার ১৮ জন আইনজীবী ও ল-ক্লার্ক।
1/5
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয় এর মাঝেই দার্জিলিং-এ আটকে ১৮ জন আইনজীবী ও ল-ক্লার্ক। গত বৃহস্পতিবার রাতে ফরাক্কা থেকে ট্রেনে করে শিলিগুড়ি, সেখান থেকে ছোট গাড়ি করে দার্জিলিং এর মল রোডে শুক্রবার পৌঁছান মুর্শিদাবাদের জঙ্গীপুর মহকুমা বিভিন্ন এলাকার ১৮ জন আইনজীবী ও ল-ক্লার্ক।
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়ের মাঝেই দার্জিলিংয়ে আটকে ১৮ জন আইনজীবী ও ল-ক্লার্ক। গত বৃহস্পতিবার রাতে ফরাক্কা থেকে ট্রেনে করে শিলিগুড়ি, সেখান থেকে ছোট গাড়ি করে দার্জিলিংয়ের মল রোডে শুক্রবার পৌঁছন মুর্শিদাবাদের জঙ্গীপুর মহকুমা বিভিন্ন এলাকার ১৮ জন আইনজীবী ও ল-ক্লার্ক।
advertisement
2/5
জানা গিয়েছে, দার্জিলিংয়ের ম্যাল রোডে পৌঁছে একটি হোমস্টেতে ওঠেন। পৌঁছানোর পর থেকে টানা বৃষ্টি শুরু হওয়ায় আটকে পড়েন। এদিকে পুজো মিটতে না মিটতেই উত্তরবঙ্গে শুরু হয় প্রাকৃতিক বিপর্যয়। ছবি ও তথ্যঃ তন্ময় মন্ডল।
জানা গিয়েছে, দার্জিলিংয়ের ম্যাল রোডে পৌঁছে একটি হোমস্টেতে ওঠেন। পৌঁছনোর পর থেকে টানা বৃষ্টি শুরু হওয়ায় আটকে পড়েন। এদিকে, পুজো মিটতে না মিটতেই উত্তরবঙ্গে শুরু হয় প্রাকৃতিক বিপর্যয়। ছবি ও তথ্যঃ তন্ময় মন্ডল।
advertisement
3/5
ভারী বৃষ্টির জেরে উত্তাল তিস্তা নদী। বানভাসি বহু এলাকা। রাস্তায় নামে ধস। উত্তরবঙ্গে নানা জেলায় দুর্যোগের ছাপ এখন স্পষ্ট। এই পরিস্থিতিতে দার্জিলিং এর মল রোডে আটকে রয়েছেন ১৮ জন আইনজীবী ও ল-ক্লার্ক। ছবি ও তথ্যঃ তন্ময় মন্ডল।
ভারী বৃষ্টির জেরে উত্তাল তিস্তা নদী। বানভাসি বহু এলাকা। রাস্তায় নামে ধস। উত্তরবঙ্গে নানা জেলায় দুর্যোগের ছাপ এখন স্পষ্ট। এই পরিস্থিতিতে দার্জিলিং এর মল রোডে আটকে রয়েছেন ১৮ জন আইনজীবী ও ল-ক্লার্ক। ছবি ও তথ্যঃ তন্ময় মন্ডল।
advertisement
4/5
আইনজীবী আনসারুল হক জানিয়েছেন, গত শুক্রবার ১৮ জন আইনজীবী ও ক্লার্ক দার্জিলিংয়ের ম্যাল রোডে পৌছান। সেখান যাবার পর থেকে টানা বৃষ্টিতে আটকে পড়েন। সেখান থেকে কোথায়ও বেড়াতে যেতে পারেনি। ছবি ও তথ্যঃ তন্ময় মন্ডল।
আইনজীবী আনসারুল হক জানিয়েছেন, গত শুক্রবার ১৮ জন আইনজীবী ও ক্লার্ক দার্জিলিংয়ের ম্যাল রোডে পৌছান। সেখান যাবার পর থেকে টানা বৃষ্টিতে আটকে পড়েন। সেখান থেকে কোথায়ও বেড়াতে যেতে পারেননি। ছবি ও তথ্যঃ তন্ময় মন্ডল।
advertisement
5/5
রবিবার দার্জিলিংয়ে ম্যাল রোড থেকে কালিম্পং যাওয়ার কথা ছিল। কালিম্পং থেকে আগামী ৭ তারিখ বাড়ি ফেরার কথা ছিল। এই বিপর্যয় পরিস্থিতিতে তারা সেই মল রোডে হোমস্টে আটকে পড়েছেন। এই পরিস্থিতিতে তাদের বাড়ির লোকজন চিন্তিত হয়ে পড়েছে বলে জানান। ছবি ও তথ্যঃ তন্ময় মন্ডল।
রবিবার দার্জিলিংয়ে ম্যাল রোড থেকে কালিম্পং যাওয়ার কথা ছিল। কালিম্পং থেকে আগামী ৭ তারিখ বাড়ি ফেরার কথা ছিল। এই বিপর্যয় পরিস্থিতিতে তাঁরা সেই মল রোডে হোমস্টে-তে আটকে পড়েছেন। এই পরিস্থিতিতে তাঁদের বাড়ির লোকজন চিন্তিত হয়ে পড়েছেন বলেও জানান। ছবি ও তথ্যঃ তন্ময় মন্ডল।
advertisement
advertisement
advertisement