হোম /খবর /কলকাতা /
নভেম্বর থেকেই কিস্তিতে বকেয়া বিল আদায়, জানিয়ে দিল সিইএসসি

নভেম্বর থেকেই কিস্তিতে বকেয়া বিল আদায়, জানিয়ে দিল সিইএসসি

বকেয়া বিল আদায় করবে সিইএসসি৷

বকেয়া বিল আদায় করবে সিইএসসি৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: মাঝে কয়েকমাসের বিরতি৷ ফের সিইএসসি-র চড়া বিলে চাপ বাড়ছে গ্রাহকদের৷ সিইএসসি কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, লকডাউনের সময় অনাদায়ী বিলই এবার দশটি কিস্তিতে গ্রাহকদের থেকে আদায় করা হবে৷ নভেম্বর মাসের বিল থেকেই সেই কিস্তি যোগ হতে শুরু করেছে৷

গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ফের সিইএসসি-র চড়া বিল নিয়ে সরব হয়েছেন বেশ কিছু গ্রাহক৷ কারও কারও অভিযোগ, একমাসে দু'টি বিলও এসেছে৷ সিইএসসি কর্তৃপক্ষ জানিয়েছেন, মার্চ থেকে জুন মাস পর্যন্ত লকডাউনের সময় মিটার রিডিং নেওয়া যায়নি৷ গ্রাহকদের পুরোন বিলের গড় অঙ্ক হিসেব করেই বিল পাঠানো হয়েছিল৷ কিন্তু চড়া বিলের অভিযোগে সরব হন গ্রাহকরা৷ হস্তক্ষেপ করে রাজ্য সরকার৷ সেই সময় ওই কয়েকমাসের বিল নেওয়া স্থগিত রেখেছিল সিইএসসি৷

সংস্থার তরফে জানানো হয়েছে, এ বারে সেই বকেয়া বিলই কিস্তিতে আদায় করা হবে৷ যেহেতু শীতকালে বিদ্যুতের ব্যবহার কম হয় এবং বিলও কম আসে, তাই এই সময় ছোট ছোট কিস্তিতে বকেয়া বিলের পরিমাণ আদায় করলে গ্রাহকদের উপরেও চাপ পড়বে না বলে দাবি সিইএসসি কর্তৃপক্ষের৷ কীভাবে বিলের অঙ্ক নির্ধারণ হচ্ছে, তার সবিস্তার হিসেবও বিলে দেওয়া থাকছে বলে দাবি সংস্থার৷ এখন দেখার, গ্রাহকরা সিইএসসি-র এই সিদ্ধান্ত মেনে নেন কি না৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: CESC, Lockdown