Kashful Health Benefits: ওষুধ, অপারেশন দরকার নেই! বনেবাদাড়ে বা ঝোপঝাড়ের অবহেলার এই ঘাসেই গলবে কিডনির পাথর! গায়েব প্রস্রাবের সব সমস্যা!

Last Updated:
Kashful Health Benefits: কাশফুল দুর্গাপুজোর আগমনী বার্তা নিয়ে আসে। তবে এই ফুল শুধুমাত্র সৌন্দর্যই ছড়ায় না, এর রয়েছে একাধিক আয়ুর্বেদিক গুণ। জেনে নিন কীভাবে এটি বিভিন্ন রোগ সারাতে সাহায্য করে।
1/5
শরৎকালের আগমনীর বার্তা দেয় কাশফুল। কাশফুল ফুটলেই বাঙালিদের মনে শারদ উৎসবের আমেজ ফুটে ওঠে। মাঠে-ঘাটে বোনে-জঙ্গলে ফাঁকা রাস্তার চারপাশে শারদ উৎসবের মরশুমে ফুটে ওঠে কাশফুল। তবে শারদ উৎসবের প্রতীক হিসেবে পরিচিত এই কাশফুলের রয়েছে স্বাস্থ্যকর উপকারিতাও।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
শরৎকালের আগমনীর বার্তা দেয় কাশফুল। কাশফুল ফুটলেই বাঙালিদের মনে শারদ উৎসবের আমেজ ফুটে ওঠে। মাঠে-ঘাটে বোনে-জঙ্গলে ফাঁকা রাস্তার চারপাশে শারদ উৎসবের মরশুমে ফুটে ওঠে কাশফুল। তবে শারদ উৎসবের প্রতীক হিসেবে পরিচিত এই কাশফুলের রয়েছে স্বাস্থ্যকর উপকারিতাও।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/5
আয়ুর্বেদিক উপায়ে কান্স ঘাস অর্থাৎ কাশফুলের ব্যবহার জানলে একাধিক রকম শারীরিক রোগের আরোগ্যের ক্ষেত্রেও ব্যবহার হয়ে থাকে কাশফুল। আয়ুর্বেদে কান্স ঘাসকে
আয়ুর্বেদিক উপায়ে কান্স ঘাস অর্থাৎ কাশফুলের ব্যবহার জানলে একাধিক রকম শারীরিক রোগের আরোগ্যের ক্ষেত্রেও ব্যবহার হয়ে থাকে কাশফুল। আয়ুর্বেদে কান্স ঘাসকে "কাশ" বা "স্যাচারাম স্পন্টেনিয়াম" নামে উল্লেখ করা হয়।
advertisement
3/5
চিকিৎসকদের মতে আয়ুর্বেদিক উপায়ে শারীরিক রোগ যেমন প্রস্রাবে জ্বালাপোড়া, কিডনির পাথর এবং মেনোরেজিয়ার মত বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় কান্স ঘাস অর্থাৎ কাশফুল।
চিকিৎসকদের মতে আয়ুর্বেদিক উপায়ে শারীরিক রোগ যেমন প্রস্রাবে জ্বালাপোড়া, কিডনির পাথর এবং মেনোরেজিয়ার মত বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় কান্স ঘাস অর্থাৎ কাশফুল।
advertisement
4/5
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ী জানান,
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ী জানান, "আয়ুর্বেদিক উপায়ে ব্যাবহৃত অন্যান্য গাছের মতোই এই কাশফুল গাছে এন্টি অ্যাক্সিডেন্ট থাকায় শারীরিক রোগে ব্যবহারের ক্ষেত্রে উপকারিতা রয়েছে। এই গাছের শিকড়ের ব্যবহারে মানুষের শরীরে ডায়রিয়া, শারীরিক দুর্বলতা, চর্মরোগ ইত্যাদি রোগের আরোগ্যের ক্ষেত্রে ব্যবহারের সন্ধান বিজ্ঞানীরা পেয়েছেন।"
advertisement
5/5
তবে মূলত বাংলায় বাঙালীদের কাছে কান্স ঘাস বা কাশফুল শরৎকালের শুভসূচনা এবং দুর্গাপুজার আগমনীর প্রতীক হিসাবে ধরা হয়। এই কাশফুলের প্রাচীন একাধিক রকম ব্যবহার লক্ষ্য করা গেছে। যদিও কাশফুলের আয়ুর্বেদিক স্বাস্থ্যকর উপকারিতা আজও অজানা অনেকের কাছে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
তবে মূলত বাংলায় বাঙালীদের কাছে কান্স ঘাস বা কাশফুল শরৎকালের শুভসূচনা এবং দুর্গাপুজার আগমনীর প্রতীক হিসাবে ধরা হয়। এই কাশফুলের প্রাচীন একাধিক রকম ব্যবহার লক্ষ্য করা গেছে। যদিও কাশফুলের আয়ুর্বেদিক স্বাস্থ্যকর উপকারিতা আজও অজানা অনেকের কাছে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
advertisement
advertisement