এখানে বারো মাস মাটির পুজো। এখানে পুজোর মেঘ গাভীর মতো চরে। মৃৎশিল্পীদের আঁতুড়ঘর কুমোরটুলি। এখানেই মৃন্ময়ী মায়ের চিন্ময়ী রূপ। পুজোর আকাশে এখনও শ্রাবণের কালো মেঘ। দেখে নেওয়া যাক কুমারটুলির প্রস্তুতি...