ইটভাটার জেরে কাঁপছে ভিটে! ধসের জেরে রাতের ঘুম উধাও, ঘর হারানোর পথে বহু পরিবার
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
House Landslide : লোকালয়ে ইটভাটা। সংলগ্ন এলাকার জনবসতিতে নামছে ধস। দেওয়াল চাপা পড়ে মৃ*ত্যুর আশঙ্কায় ন'টি পরিবার।
শান্তিপুর, নদিয়া মৈনাক দেবনাথ : লোকালয়ে ইটভাটা। তা নীচু হওয়ার কারণে সংলগ্ন এলাকার উঁচু জনবসতিতে নামছে ধস। হেলে যাওয়া এবং ফাটল ধরা দেওয়াল চাপা পড়ে মৃত্যুর আশঙ্কায় নয়টি পরিবার। শান্তিপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সূত্রাগড় দাসপাড়া এলাকায় একাধিক পরিবার বর্তমানে বিপর্যস্ত। দাসপাড়া এলাকার প্রায় ১৫ টি পরিবার বর্তমানে ভিটে মাটি হারানোর ভয়ে দুশ্চিন্তায় দিন গুনছেন।
এর মধ্যে ন’টি পরিবার রয়েছেন, যাঁদের বাড়ির দেওয়ালে ধরেছে ফাটল। হেলে গিয়েছে দেওয়ালসহ ঘরের ভেতরে থাকা বিভিন্ন আসবাবপত্র। তাদের অভিযোগ, বাড়ির পেছনে থাকা ইটভাটার মালিক বেচা ঘোষ কিছুদিন আগে জেসিবি দিয়ে তাদের সীমানা সংলগ্ন এলাকা দিয়ে মাটি খুঁড়েছেন। আর তাতেই ধসে যাচ্ছে ভিটের মাটি। একাধিকবার জানানো হলেও ইটভাটার মালিক কোনওরকম ভাবে তাঁদের সমস্যার সমাধানের আশ্বাস দিচ্ছেন না। উপরন্ত তাঁদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।
advertisement
আরও পড়ুন : বড় দুঃসংবাদ! পুজো বাতিলের ভাবনা ছোট কমিটিগুলির, মাথায় হাত শিল্পীদের! কে কলকাঠি নাড়ছে?
তাঁর ছেলে সিভিক ভলেন্টিয়ার। ফলে পুলিশের হুমকিও দেওয়া হচ্ছে। অকথ্য ভাষায় গালিগালাজ করে বলা হয়েছে, কম দামে জমি কিনে বসবাস করলে এই অবস্থা হবে। এলাকাবাসীর অভিযোগ, যখন মাটিকাটা হয়েছিল, তারপরে তিনি বাউন্ডারি ওয়াল করে দিলেও বর্তমানে সেই ওয়ালের নিচ দিয়ে মাটি ধসে যাচ্ছে। আর তাতেই ভিটেমাটি ছাড়া হওয়ার আশঙ্কায় দিন গুণছেন তাঁরা। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ইটভাটার মালিক বেচা ঘোষ জানান, এর আগেও ওই পরিবারগুলিকে তিনি মাটি ফেলে সাহায্য করেছেন।
advertisement
advertisement
আরও পড়ুন : চোরের মাথায় ঘুরল উল্টোপথের বুদ্ধি! চুরি করে নিজেই থানায় অভিযোগ দায়ের… তারপর যা হল, জানলে মাথা ঘুরবে
তবে যে খালটি রয়েছে ,সেই খালটি বহু পুরনো। তিনি চেষ্টা করেছেন যাতে সেই সাধারণ মানুষগুলির সুবিধা হয়। কিন্তু যা অভিযোগ তাঁরা করছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন। জনবসতি উঁচুতে, আর তার ভাটা নিচু হওয়ার কারণেই জলে ধুয়ে নামছে মাটি। এক্ষেত্রে যারা বসবাস করছেন, তাদেরও রক্ষা করার দায়িত্ব থাকে। তবে তা না করে নানান অপমানসূচক কথাবার্তা বলার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয় কাউন্সিলর বলরাম ঘোষ জানান, এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই একাধিকবার ওই ইটভাটার মালিককে বিষয়টি জানানো হয়েছে। এলাকাবাসী জানালেও কোনও রকম সুরাহা হয়নি। কাউন্সিলর নিজে অসুবিধার কথা জানাতে গেলেও, তাঁর কথায় কর্ণপাত করা হয়নি বলে অভিযোগ। বরং তাকে অসম্মান করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বিজেপি কাউন্সিলর। যদিও এই ঘটনায় শান্তিপুর থানা এবং পৌরসভায় লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন এলাকাবাসীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 17, 2025 7:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ইটভাটার জেরে কাঁপছে ভিটে! ধসের জেরে রাতের ঘুম উধাও, ঘর হারানোর পথে বহু পরিবার

