চোরের মাথায় ঘুরল উল্টোপথের বুদ্ধি! চুরি করে নিজেই থানায় অভিযোগ দায়ের... তারপর যা হল, জানলে মাথা ঘুরবে

Last Updated:

Theif : চুরি করেই নিজে থানায় অভিযোগ দায়ের করেছিল চোর। পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য নাটক। তবে শেষে ধরা পড়েছে চোর।

কালো কাপড়ে মুখ ঢাকা অভিযুক্ত।
কালো কাপড়ে মুখ ঢাকা অভিযুক্ত।
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, অনুপ সান্যাল : কথাতেই আছে চোরের ৬৪ বুদ্ধি। এই ঘটনা তার আদর্শ উদাহরণ বললে খুব একটা ভুল হবে না। এই চোরের বুদ্ধি জানলে আপনার চোখ কপালে উঠবে। যদিও শেষ পর্যন্ত রক্ষা পানি অভিযুক্ত। তার নাটক ধরে ফেলেছে পুলিশ। কিন্তু যেভাবে সে পরিকল্পনা সাজিয়েছিল, তা জেনে তদন্তকারী আধিকারিকরাও অবাক হয়ে যাচ্ছেন।
চমকপ্রদ এই ঘটনা সামনে এসেছে বালুরঘাটে। চুরি করেই নিজে থানায় অভিযোগ দায়ের করেছিল চোর। পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্যই এই নাটক সাজিয়েছিল অভিযুক্ত। তবে শেষমেশ পুলিশের জেরার মুখে ধরা পড়েছে আসল সত্যিটা। বালুরঘাট থানায় সাংবাদিক বৈঠক করে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বিষয়টি বিস্তারিত জানিয়েছেন।
আরও পড়ুন : মসলিন তৈরির গোপন রহস্য! মহিলাদের কোমল হাতে তৈরি হয় সূক্ষ্মতম সুতো
জানা গিয়েছে, এই ঘটনা ২০২২ সালের। বালুরঘাটের একটি মোবাইল টাওয়ার থেকে একাধিক ব্যাটারি ও যন্ত্রপাতি চুরির অভিযোগ ওঠে। প্রায় তিন বছর পর, চলতি বছরের ২৬ জুলাই, সেই টাওয়ার কোম্পানির টেকনিশিয়ান কাজল মোহান্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
advertisement
advertisement
তদন্তে নেমে পুলিশ বেশ কিছু সূত্র হাতে পেয়ে সন্দেহ করে অভিযোগকারী কাজল মোহান্তর ওপরেই। তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সময় নানা প্রশ্নে ভেস্তে যায় পরিুকল্পনা। শেষে অভিযুক্ত স্বীকার করে নেন, যে চুরি তিনিই করেছেন। পরে তাঁর দেখানো ডেরা থেকে উদ্ধার হয় চুরি যাওয়া ২৪টি ব্যাটারি, একটি এসএনপিএস সহ আরও বেশ কিছু মেশিন।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
চোরের মাথায় ঘুরল উল্টোপথের বুদ্ধি! চুরি করে নিজেই থানায় অভিযোগ দায়ের... তারপর যা হল, জানলে মাথা ঘুরবে
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement