Jadavpur University Update: ছাত্রীর বাবার কথাই মিলে গেল? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে উদ্ধার একজোড়া সাদা জুতো! আরও ঘোরাল রহস্য, কী হয়েছিল সে রাতে?

Last Updated:
Jadavpur University Update: যাদবপুর বিশ্ববিদ্যালয় তৃতীয় বর্ষের মৃত ছাত্রীর জুতো, ওয়ালেট এবং চশমা মিসিং ছিল ঘটনার পর থেকে। বুধবার ক্যাম্পাসের পুকুরে ডুবুরি নামিয়ে চলল তল্লাশি। আরও বাড়ছে রহস্য।
1/8
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুকুরে ডুবে মৃত ছাত্রীর মৃত্যুর ঘটনায় আরও জোরালো হচ্ছে রহস্য।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুকুরে ডুবে মৃত ছাত্রীর মৃত্যুর ঘটনায় আরও জোরালো হচ্ছে রহস্য।
advertisement
2/8
বুধবার হোমিসাইড অফিসার ও তাঁর দল এবং ডিএমজি টিম পরিদর্শন করে ক্যাম্পাস।
বুধবার হোমিসাইড অফিসার ও তাঁর দল এবং ডিএমজি টিম পরিদর্শন করে ক্যাম্পাস।
advertisement
3/8
যাদবপুর বিশ্ববিদ্যালয় তৃতীয় বর্ষের মৃত ছাত্রীর জুতো, ওয়ালেট এবং চশমা মিসিং ছিল ঘটনার পর থেকে।
যাদবপুর বিশ্ববিদ্যালয় তৃতীয় বর্ষের মৃত ছাত্রীর জুতো, ওয়ালেট এবং চশমা মিসিং ছিল ঘটনার পর থেকে।
advertisement
4/8
সে সমস্ত খুজঁতে এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ডুবুরি নামানো হয় পুকুরে।
সে সমস্ত খুজঁতে এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ডুবুরি নামানো হয় পুকুরে।
advertisement
5/8
একজোড়া মহিলাদের জুতো পাওয়া উদ্ধার হয়েছে। চশমা এবং ওয়ালেটের এখনও খোঁজ মেলেনি।
একজোড়া মহিলাদের জুতো পাওয়া উদ্ধার হয়েছে। চশমা এবং ওয়ালেটের এখনও খোঁজ মেলেনি।
advertisement
6/8
বাবা মা বলেছিলেন জুতো সাদা ছিল। সাদা জুতোই পাওয়া গেল পুকুর থেকে।
বাবা মা বলেছিলেন জুতো সাদা ছিল। সাদা জুতোই পাওয়া গেল পুকুর থেকে।
advertisement
7/8
৫ জন ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয় পুকুরটিতে। ঘটনার দিন যে তিনজন নিরাপত্তারক্ষী ছিলেন তাঁদেরকে ঘটনাস্থলে দাঁড় করিয়ে ঘটনার পুনঃনির্মাণ করেছে পুলিশ। আর সেখানেই উদ্ধার হয় একজোড়া মেয়েদের জুতো।
৫ জন ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয় পুকুরটিতে। ঘটনার দিন যে তিনজন নিরাপত্তারক্ষী ছিলেন তাঁদেরকে ঘটনাস্থলে দাঁড় করিয়ে ঘটনার পুনঃনির্মাণ করেছে পুলিশ। আর সেখানেই উদ্ধার হয় একজোড়া মেয়েদের জুতো।
advertisement
8/8
যদিও ছাত্রীর কাছে একটি ওয়ালেট ছিল বলে জানা গেলেও সেটির খোঁজ মেলেনি। (রিপোর্টার-- প্রীতি সাহা)
যদিও ছাত্রীর কাছে একটি ওয়ালেট ছিল বলে জানা গেলেও সেটির খোঁজ মেলেনি। (রিপোর্টার-- প্রীতি সাহা)
advertisement
advertisement
advertisement