Jibankrishna Saha | CBI: তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার মোবাইলেই কি লুকিয়ে নিয়োগ দুর্নীতির বিরাট তথ্য! দ্বিতীয়টির খোঁজে পুকুরে জেসিবি নামাল CBI!

Last Updated:

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত মুর্শিদাবাদের কৌশিক ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন জীবনকৃষ্ণ। তাঁর বাড়ির আশেপাশে কম করে ৩৫ বিঘা জমি রয়েছে বিধায়কের। এছাড়া, বীরভূমেও একাধিক জায়গায় তার জমি ও সম্পত্তি রয়েছে বলে অভিযোগ উঠেছে।

কলকাতা: শুক্রবার সন্ধেয় শুরু হয়েছে নাটক। রবিবার বিকেলেও তা অব্যাহত। জিজ্ঞাসাবাদ চলাকালীন নিজের দুটি ফোন পাঁচিল ডিঙিয়ে এসে বাড়ির পিছনের পুকুরে ফেলে দিয়েছিলেন বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। তারপর থেকেই সেই ফোন খুঁজতে নাজেহাল দশা সিবিআইয়ের। ছেঁচে ফেলা হয়েছে পুকুরের জল। চলেছে খানাতল্লাশি। অবশেষে পুকুরের পাঁকের ভিতর থেকে রবিবার ভোর রাতে উদ্ধার হয়েছে বিধায়কের একটি মোবাইল। যদিও অপরটির হদিস এখনও মেলেনি। রবিবার বিকেলে অপর মোবাইলের খোঁজে জেসিবি এনে আবারও তল্লাশি শুরু হল৷ পুকুরের পাঁকে তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে বিধায়কের দ্বিতীয় মোবাইল।
প্রথম ফোনটির মতো দ্বিতীয় ফোনটিও হাতে পেতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দাকারী সংস্থার আধিকারিকরা৷ তাঁরা মনে করছেন, এই মোবাইল ফোনেই লুকিয়ে থাকতে পারে দুর্নীতির রহস্যভেদের বিরাট কোনও সূত্র। সেই কারণেই বিধায়ক তিনি তাঁর মোবাইল ফোন দুটিকে পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন৷ সূত্রের খবর, গ্রামবাসীরাও এদিন পুকুর থেকে মোবাইল ফোন উদ্ধারের চেষ্টায় হাত লাগান।
advertisement
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় বাড়ি ও আশ্রমে তল্লাশির পরেই CBI-এর তলব, হাজিরা এড়ালেন প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী
এদিন বিধায়ক জীবন কৃষ্ণ সাহা ইস্যুতে সকাল থেকেই বিরোধীরা লাগাতার রাজনৈতিক আক্রমণ শানিয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসকে। এদিন তার জবাব দিতে গিয়ে দলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, "যদি কেউ অন্যায় করে থাকে, তাহলে তদন্তকারী সংস্থা অবশ্যই আইনত ব্যবস্থা নেবে। এর সাথে দলের কোনও সম্পর্ক নেই৷ দল সেই নেতা বা কর্মীর পাশেও দাঁড়িয়ে থাকবে না। কিন্তু সকাল থেকেই সব সূত্রের খবর বলে নানা জিনিস চলে আসছে। এর ফলে একটা নেতিবাচক ধারণা তৈরি করে দেওয়া হচ্ছে মানুষের মধ্যে আমরা এই সূত্রের বিরুদ্ধে। তদন্তে দোষী প্রমাণিত হলে অবশ্যই সে শাস্তি পাবে।"
advertisement
advertisement
আরও পড়ুন: ‘তখন মন্ত্রী সভা ত্য়াগ করেনি কেন?’, জীবনকৃষ্ণ সাহা নিয়ে শুভেন্দু অধিকারীকে পাল্টা তোপ কুণাল ঘোষের!
জানা গিয়েছে, ২০১৮ সাল থেকে ২০২২ পর্যন্ত প্রচুর সম্পত্তি কিনেছেন জীবনকৃষ্ণ। কান্দিতে রয়েছে একটি রাইস মিল। রয়েছে ৪ বিঘে জমি। একাধিক জমি রয়েছে, যেগুলির টাকা দেওয়া হলেও রেজিস্ট্রি হয়নি। কান্দি হাই স্কুলের পিছনে রয়েছে বিধায়কের একটি পুকুর ও গ্যাসের গোডাউন।
advertisement
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত মুর্শিদাবাদের কৌশিক ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন জীবনকৃষ্ণ। তাঁর বাড়ির আশেপাশে কম করে ৩৫ বিঘা জমি রয়েছে বিধায়কের। এছাড়া, বীরভূমেও একাধিক জায়গায় তার জমি ও সম্পত্তি রয়েছে বলে অভিযোগ উঠেছে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jibankrishna Saha | CBI: তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার মোবাইলেই কি লুকিয়ে নিয়োগ দুর্নীতির বিরাট তথ্য! দ্বিতীয়টির খোঁজে পুকুরে জেসিবি নামাল CBI!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement